গাজিপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে কলমবিরতি পালন করছেন সাংবাদিকরা।
রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলাজুড়ে সুনামগঞ্জ এই প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
এর আগে সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।
কলমবিরতি কর্মসূচি পালন উপলক্ষে রবিবার প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান করেন গণমাধ্যমকর্মীরা।
এ সময় সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ বলেন, তুহিন হত্যার নৃশংসতা দেখে আমরা শঙ্কিত, ভীত। এই ভীতিকর পরিবেশ দূর করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে৷ রাষ্ট্রকে নিহত সাংবাদিককের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে৷
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ শহীদনূর আহমেদ, সাংবাদিক ঝুনু চৌধুরী, হাসান চৌধুরী, সুলেমান কবীর, ফুয়াদ মনি, রাজু আহমেদ রমজান, শাহ মোহাম্মদ ফরহাদ প্রমুখ।
এদিকে, কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে জেলার বিভিন্ন উপজেলায় কলমবিরতি কর্মসূচি পালন করছেন গণমাধ্যমকর্মীরা।
দোয়ারাবাজার প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহদ চৌধুরী প্রদীপ, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনিসহ সাংবাদিক নেতারা কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।
বিডি প্রতিদিন/এএ