নারায়ণগঞ্জে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, “একজন পেশাদার সাংবাদিককে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি সারাদেশে সাংবাদিক সমাজের নিরাপত্তায় সরাসরি আঘাত। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, হাবিবুর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ, প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রনব কৃষ্ণ রায়, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি, বর্তমান সভাপতি এনামুল হক, কোষাধক্ষ্য শওকত এ সৈকত, ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, বর্তমান সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, একাত্তর টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান, ‘আমাদের সময়’ এর স্টাফ রিপোর্টার মিজানুর রহমান (সোনারগাঁ), ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জের সভাপতি ফারহানা মানিক মুনা, জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য সাবিত আল হাসান, ‘আজকের পত্রিকা’ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম তনয়, ‘জাগো নিউজ’ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আকাশ, ‘সময় আলোর’ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির খান, এশিয়ান টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেন ও অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও কর্মীরা।
বিডি প্রতিদিন/আশিক