জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল) ভুক্ত দেশগুলোতে বসবাসরত বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকদের জন্য কুয়েতে ‘অন অ্যারাইভাল ভিসা’ চালু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই সিদ্ধান্ত ১১৪/২০২৪ ধারায় রবিবার (১০ আগস্ট) সরকারি গেজেট কুয়েত আল-ইউম-এ প্রকাশিত হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইনসহ জিসিসি অঞ্চলের যেকোনো দেশে ছয় মাসের বেশি মেয়াদী বৈধ রেসিডেন্স পারমিটধারীরা কুয়েত এলে এয়ারপোর্ট বা স্থলবন্দরে সরাসরি পর্যটন ভিসা পেতে পারবেন। ফলে এখন থেকে এই প্রবাসীদের জন্য পূর্বানুমোদিত ভিসার প্রয়োজন পড়বে না।
কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ এই উদ্যোগকে বাস্তবায়নের ঘোষণা দেন, যা দেশটির পর্যটন খাতকে আরও উন্মুক্ত ও গতিশীল করবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি শুধু পর্যটন নয়, বরং ব্যবসা, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক অর্থনীতিকে গতিশীল করবে। প্রবাসী বাংলাদেশিদের এই সুযোগের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।’
বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ বলেন, ‘নতুন এই সিদ্ধান্তের ফলে কুয়েতের আতিথেয়তা, হোটেল, পরিবহন ও বিনোদন শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে।’
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক সাংবাদিক আ হ জুবেদ এটিকে ‘খোলা দরজার নীতি’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘এটি কুয়েতের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশটির ভাবমূর্তি উন্নত করবে।’
উল্লেখ্য, ১৯৮১ সালে উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ — সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইন মিলে গঠন করে জিসিসি, যার লক্ষ্য পারস্পরিক অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি।
বিডি প্রতিদিন/জামশেদ