বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘জাতি এখন নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে, অথচ এই ট্রেন থামানোর জন্য নানা ষড়যন্ত্র চলছে। যারা এ নির্বাচনি অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তারা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই নিজের কিংবা দলের স্বার্থে জনগণের কাঙ্ক্ষিত স্বপ্নকে গলা টিপে হত্যা করা উচিত নয়।’
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে যশোর টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এছাড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে অধ্যাপক নার্গিস বেগম এবং অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে টাউন হল ময়দান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি দড়াটানা মোড়, চৌরাস্তা মোড়, আর এন রোড় হয়ে মনিহারে গিয়ে শেষ হয়।
সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘দেশের সংকটকালে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির সামনে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি এবং তাঁর সরকারের সদস্যরা উপলদ্ধি করেছেন, অনির্বাচিত সরকার ব্যবস্থা দীর্ঘমেয়াদে চলতে পারে না। সেটি দেশের জন্য মঙ্গলজনক হয় না। সেই উপলদ্ধি থেকে অর্ন্তবর্তীকালীন সরকার আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে।’
অমিত বলেন, ‘আসুন ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি তাঁকে সহযোগিতা করি। জনগণের প্রত্যাশার নতুন বাংলাদেশ বির্নিমাণ করি। যে বাংলাদেশ হবে ক্ষুধা ও দরিদ্রমুক্ত।’
বিডি প্রতিদিন/জামশেদ