খাগড়াছড়িতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খাগড়াছড়ির হাতির কবরের সামনে বাঁশঝাড় রেস্টুরেন্টের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুই তরুণ মোটরসাইকেল আরোহীর একজনের মৃত্যু হয়েছে। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মোটরসাইকেল দুই আরোহীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পানছড়িতে তাদের আত্মীয়-স্বজন রয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/নাজিম