২৬ মে, ২০১৯ ১৯:১৬

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

ক্রীড়া প্রতিবেদক, কার্ডিফ থেকে

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পর টাইগার ভক্তরা কার্ডিফ গ্রাউন্ড থেকে বের হয়ে আসছেন। ছবি: মেজবাহ্-উল-হক।

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে এই মিশন শুরু হওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু বৃষ্টি সেখানে বাধা হয়ে দাঁড়ায়। 

রবিবার কার্ডিফে বৃষ্টির কারণে ম্যাচটির টস হতে বিলম্ব হচ্ছিল। শেষ পর্যন্ত বৃষ্টি থামলেও ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি ফের শুরু হওয়ার চিন্তা-ভাবনা হচ্ছিল। কিন্তু নানা বিষয় বিবেচনায় তা পিছিয়ে আনা হয় ৯.১৭ মিনিটে। কিন্তু সেই সম্ভাব্য সময়ের আগেই ম্যাচ পরিত্যক্ত করার ঘোষণা করে ম্যাচ রেফারি।

ভেন্যু কার্ডিফ বলেই আলাদা রোমাঞ্চ কাজ করছিল টাইগারদের মাঝে। ক্রিকেটের পরাশক্তি হয়ে উঠার গল্প কার্ডিফ থেকেই রচনা করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপের আনুষ্ঠানিক কোন ম্যাচ ছিল না এটি। 

বিডি প্রতিদিন/২৬ মে, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর