এশিয়ার নবীনতম দেশ পূর্ব তিমুর (তিমর-লেস্তে) অবশেষে আঞ্চলিক সহযোগিতা জোট আসিয়ান (ASEAN)–এর পূর্ণ সদস্যপদ পেল। রবিবার দেশটি আনুষ্ঠানিকভাবে সংগঠনের ১১তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।
দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর এ সাফল্যকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন দেশটির নেতৃত্ব। স্বাধীনতা সংগ্রামের নায়ক ও বর্তমান প্রেসিডেন্ট হোসে, রামোস, হোর্তা বলেন, “এটি শুধু সদস্যপদ নয়, এটি আমাদের জাতির আত্মত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি।”
প্রায় ১ কোটি ৪০ লাখ জনসংখ্যার এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রের অর্থনীতি মাত্র দুই বিলিয়ন ডলারের, যা আসিয়ানের মোট ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের জিডিপি-এর তুলনায় অতি সামান্য। তবুও, বিশ্লেষকরা বলছেন, পূর্ব তিমুরের অন্তর্ভুক্তি আসিয়ানের রাজনৈতিক ঐক্য ও ভৌগোলিক প্রভাব আরও বিস্তৃত করবে।
প্রধানমন্ত্রী জানানা, গুসমাও বলেন, “তিমর-লেস্তের মানুষের জন্য এটি শুধু একটি স্বপ্নপূরণ নয়, বরং আমাদের দীর্ঘ যাত্রার এক শক্তিশালী স্বীকৃতি। আসিয়ানে আমাদের অন্তর্ভুক্তি প্রমাণ করে—সংগ্রাম থেকে জন্ম নেওয়া তরুণ গণতন্ত্রও তার লক্ষ্য অর্জন করতে পারে।”
প্রায় অর্ধশতাব্দী আগে পর্তুগিজ উপনিবেশ হিসেবে থাকা অবস্থায়ও এই অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের স্বপ্ন দেখেছিল পূর্ব তিমুর। আজ সেই স্বপ্ন পূরণ হলো।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/আশিক