২০ জুন, ২০১৯ ২১:১৪

এ মাঠেই অস্ট্রেলিয়াকে পিটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

এ মাঠেই অস্ট্রেলিয়াকে পিটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল ইংল্যান্ড

ট্রেন্ট ব্রিজে আজ আগে ব্যাট করে বাংলাদেশকে ৩৮২ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের অনবদ্য সেঞ্চুরির উপর ভর করে এই রান করে অসিরা।

এদিকে, জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে টাইগাররা। 

উল্লেখ্য, এ মাঠেই গত বছর অস্ট্রেলিয়াকে পিটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। ৬ উইকেটে ৪৮১ করেছিল ইংলিশরা। সেদিন ১৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। জবাবে অস্ট্রেলিয়া ৩৭ ওভারে অলআউট হয় মাত্র ২৩৯ রানে। 

ওয়ানডেতে এটিই এখন সর্বোচ্চ স্কোর। আগের রেকর্ডটাও ছিল ইংল্যান্ডের। সেটিও এই ট্রেন্ট ব্রিজে। ২০১৬ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ করেছিল ইংল্যান্ড। 

বিডি প্রতিদিন/২০ জুন, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর