শিরোনাম
২৫ জুন, ২০১৯ ১০:১৩

‘লেডিস এন্ড জেন্টেলম্যান, সাকিব আল হাসান’

অনলাইন ডেস্ক

‘লেডিস এন্ড জেন্টেলম্যান, সাকিব আল হাসান’

সোমবার আফগানিস্তানের বিপক্ষে একই ম্যাচে হাফ সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়ে অর্ধডজন রেকর্ড গড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুরু থেকেই অসাধারণ পারফরমেন্সের কারণে সাকিব বন্দনায় মেতেছে খ্যাতনামা ক্রিকেটার ও ক্রিকেট বোদ্ধারা। থেমে নেই ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ পারফরমেন্সের পর তার যেসব রেকর্ড হয়েছে সেগুলো তুলে ধরে আইসিসি ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে তার পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে,  ‘লেডিস এন্ড জেন্টেলম্যান, সাকিব আল হাসান’।

আইসিসির ক্রিকেট ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজে সোমবার করা সাকিবের সকল রেকর্ড তুলে ধরা হয়- বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ বলিং ফিগার, বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী, বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান এবং এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক তিনি।

এছাড়া বাংলাদেশ ও সাকিব আল হাসানকে নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছে আইসিসি। বিশ্বকাপে একই ম্যাচে হাফ সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়া দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাকিবকে তুলে ধরেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। সেখানেও সাকিবের ভূয়সী প্রশংসা করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর