২৫ জুন, ২০১৯ ২০:০৮

ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হচ্ছে মাহমুদুল্লাহকে

অনলাইন ডেস্ক

ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হচ্ছে মাহমুদুল্লাহকে

বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত এক জয় তুলে নেয় বাংলাদেশ। তবে আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোটে পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে খুঁড়িয়ে খুঁড়িয়েই ব্যাটিং চালিয়ে যান তিনি। কিন্তু পরে আর ফিল্ডিংয়ে নামেননি টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটার। 

এদিকে সামনে ভারত ও পাকিস্তানের সঙ্গে ম্যাচ। তার আগে পঞ্চপাণ্ডবের একজনের ইনজুরিতে পড়া নিয়ে বাংলাদেশিদের মধ্যে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে।

ডান পায়ের কাফ মাসলের চোটে এক সপ্তাহ থেকে ১০ দিনের বিশ্রামে থাকতে হতে পারে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। দেশের সেরা এই ক্রিকেটারকে এখন ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হচ্ছে। 

সোমবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ রিয়াদের কাফ মাসলে স্ক্যান করানোর কথা জানান মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। 

সেই রিপোর্ট পাওয়ার পর ফিজিও থিহান চন্দ্রমোহন বলেন, 'মাহমুদুল্লাহর লো গ্রেড কাফ ইনজুরি। আমরা আগামী কয়েকদিন তার অবস্থা পর্যবেক্ষণ করব। তারপর বোঝা যাবে বিশ্বকাপে তিনি আগামী ম্যাচটা খেলতে পারবেন কি না।'

 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর