শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

তেঁতুল গাছের ভূত

কাব্য কবির

তেঁতুল গাছে রাতের বেলা

থাকে একটা ভূত,

দস্যি হাওয়া মাঝে-মধ্যে

দেয় তাকে কুতকুত।

 

তাহলেও ভূতটা ভালো

দুই-পা তুলে নাচে,

ধুতরাফুলের গন্ধ শুঁকে

তিনশবার হাঁচে?

 

হাঁচির পরে বাজিয়ে বাঁশি

শুঁটকি মাছ খায়,

তাই না দেখে ছুটকি-ভূতি

আনন্দে গান গায় ?

 

ভূতটা আবার দেখলে মানুষ

ভেংচি শুধু কাটে,

রাতের বেলায় গাছে থাকে

দিনে যায় সে হাটে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর