হিম হিম হিম ঠান্ডা হাওয়ায়
লাগলো কাঁপন বনে।
লাগলো কাঁপন সবুজ পাতায়
লাগলো কাঁপন মনে।
লাগলো কাঁপন খোকার গায়ে
কাঁপছে রে ঠকঠক
ঠান্ডা লেগেই দাদুও আমার
কাশছে রে খকখক।
শীতের সাথে আসলো আবার
নানান পিঠে-পুলি।
আসলো আবার শীতের ছোঁয়া
মনের দুয়ার খুলি।