অন্ধকারের বুকে থেকে
যেই খুলেছি আঁখি
বিজয় বিজয় উঠলো গেয়ে
সকাল বেলার পাখি।
বললো ডেকে এই আনন্দ
বলো কোথায় রাখি
মেঘ-মালাদের সঙ্গ দিলো
বনের সবুজ শাখী।
বিজয়ের এই নতুন আলো
সারা গায়ে মাখি
ইচ্ছে করে এই আলোকে
বুকের ভেতর রাখি।
নয়টি মাসের যুদ্ধ শেষে
সকাল বেলায় পাখি
বিজয় বিজয় ডেকে বলে
খুলো এবার আঁখি।