চড়ুই ছানা ভীষণ জেদি
আবদার তার টাল,
একটা কিছু বললে ওমনি
ফুলিয়ে রাখে গাল।
এটা সেটা চাইবে যখনই
এনে দিতে হয়,
নয়তো জিনিসপত্র ছুড়ে
দেখায় নানান ভয়।
মা চড়ুইয়ের চিন্তা বাড়ে
যতো দিন গড়ায়,
তাই ছানাকে শিক্ষা দিতে
টিয়ের কাছে যায়।
টিয়ে চড়ুইকে বুদ্ধি দিলো
দেখাও তাকে অভাব,
তবেই বদলাবে পুরোপুরি
চড়ুই ছানার স্বভাব।