শেয়ালের বাড়ি গিয়ে
মুরগিটা কাল-
আহ্লাদে গদগদ
চেপে ধরে গাল।
শেয়ালটা হেসে বলে
কুতুকুতু লাগে
মুরগিকে খেয়ে নেয়
খপ করে রাগে।
শেয়ালকে বোকারাই
বিশ্বাস করে
সহজ-সরল মনে
কাছে গিয়ে মরে।
শেয়ালের বাড়ি গিয়ে
মুরগিটা কাল-
আহ্লাদে গদগদ
চেপে ধরে গাল।
শেয়ালটা হেসে বলে
কুতুকুতু লাগে
মুরগিকে খেয়ে নেয়
খপ করে রাগে।
শেয়ালকে বোকারাই
বিশ্বাস করে
সহজ-সরল মনে
কাছে গিয়ে মরে।