মাথার ওপর সুনীল আকাশ
নিচে সবুজ মাঠ,
সেখানে আজ বসলো দেখো
রূপের রানীর হাট।
তেপান্তরের সবুজ মাঠে
সবুজপরী হাসে,
লালপরীরা নীলপরীরা
হাওয়ায় শুধু ভাসে।
জলপরীটা তেপান্তরের
পরীর দিঘির জলে,
সাঁতার কেটে বেড়ায় সুখে
মৎস্যকন্যার ছলে।
ফুলপরী আজ খুব সেজেছে
ফুলের মালা পরে,
তার সুবাসে তেপান্তরের
মাঠও গেছে ভরে।
পরীর মেলা দূরের সবুজ
তেপান্তরের মাঠে,
ঘুম ভাঙতেই দেখি আমি
শুয়ে আছি খাটে।