২৫ আগস্ট, ২০১৯ ১৬:০৩

কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাহফুজা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জ্বরে আক্রান্ত শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ইসিজি করার সময় তার মৃত্যু হয়। 

রবিবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বরিল্লা গ্রামের আবুল মনসুরের মেয়ে। 

জানা যায়, পরিবারের লোকজন সকাল পৌনে ৯টার দিকে পচণ্ড জ্বর নিয়ে মাহফুজাকে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইসিজি করার সময় তার মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, জ্বরে আক্রান্ত শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে ইসিজি করার সময়ই তার মৃত্যু হয়। পরীক্ষা করার কোনো সুযোগই হয়নি। তাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে সেটা বলা যাবে না।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন বলে সিভিল সার্জন জানিয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর