২ অক্টোবর, ২০১৯ ১২:৫৫

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৩৬ ডেঙ্গু রোগী

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৩৬ ডেঙ্গু রোগী

রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৬ জন, যা পূর্ববর্তী ২৪ ঘণ্টার চেয়ে ১২ জন কম।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৩৪৮ জন। 

এদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাগুরায় নাজমুল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর