৩ নভেম্বর, ২০১৯ ২০:৫৩

চমেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চমেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে শরীফা আকতার (৩০) নামে এক গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মারা গেছেন। রবিবার ভোররাতে তিনি মারা যান বলে চমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের (মেডিসিন ইউনিট-১, ১৩ নম্বর ওয়ার্ড) সহকারী রেজিস্টার ইমন দাশ জানিয়েছেন।

তিনি বলেন, নগরের খুলশী থানাধীন ঝাউতলা এলাকার মোহাম্মদ ইউসুফ মিয়ার স্ত্রী শরীফা আকতার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩১ অক্টোবর চমেকে ভর্তি হন। পরদিনই তাকে আইসিইউতে রেফার করা হয়। ডেঙ্গুর কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল তার। শরীফার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনিতে।

এ নিয়ে চমেক হাসপাতালে এবারের ডেঙ্গু মৌসুমে ৪ জনের মৃত্যু হলো। এর বাইরে বেসরকারি হাসপাতালে মারা গেছেন আরও একজন। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর