ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলেও থামছে না সহিংসতা। মাহে রমজানে দেশের মানুষ যখন আত্মসংযম ও আত্মশুদ্ধির সিয়াম সাধনায় রত, তখন মানুষশকুন নামের সন্ত্রাসীরা নির্বাচনোত্তর সংঘাতে একের পর এক লাশ ফেলছে। জয়পুরহাটে মুখোশধারীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত সদর উপজেলার ভাদশা ইউনিয়নের চেয়ারম্যান এ কে আজাদ গত রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এক সময়কার ফটোসাংবাদিক এ কে আজাদ নির্বাচিত হওয়ার আগে-পরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদককে বলেছিলেন, তার জীবন হুমকির মুখে। নিরাপত্তা চাইলেও পুলিশ সহায়তা করছে না। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শুক্রবার বিজয়ী ইউপি চেয়ারম্যান ও সদস্যের সমর্থকদের সঙ্গে পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর আবারও সংঘর্ষে জড়ায় দুই প্রার্থীর সমর্থকরা। দ্বিতীয় দফার সংঘাতেও প্রাণ হারান একজন। জয়পুরহাটের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন। পুলিশের কাছে নিরাপত্তা চাওয়ার পরও তাকে নিরাপত্তা না দেওয়ার যে অভিযোগ উঠেছে তা দুর্ভাগ্যজনক। আমরা এখন মত্স্যন্যায় সমাজের বাসিন্দা কিনা সে প্রশ্ন মনে উঁকি দেওয়াও স্বাভাবিক। এক চেয়ারম্যান ও দুই সমর্থকের মৃত্যু নিয়ে ইউপি নির্বাচনে নিহতের সংখ্যা ১৪০-এ দাঁড়াল। কথিত নির্বাচনের ষষ্ঠ পর্ব শেষ হওয়ার পর আমরা এই কলামে লিখেছিলাম, ‘ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের মাধ্যমে সন্ত্রাস সহিংসতা ও মানুষের প্রাণ কাড়ার মহড়া আপাতত শেষ হয়েছে। নির্বাচনের ফলাফল যাই হোক সন্ত্রাসের বরপুত্ররা মানুষের জীবন হুমকির মুখে ফেলার মহড়া থেকে বিরত থাকলে, তা দেশবাসীর প্রতি তাদের কৃপা বলে বিবেচিত হবে।’ আরও তিন খুনের পর যে কারোরই উপলব্ধি হবে মানুষশকুনদের নোখর যেন কিছুতেই নিবৃত্ত হওয়ার নয়। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি সরকার সব পক্ষের দায়-দায়িত্বহীন মনোভাবের শিকার হচ্ছে গ্রামগঞ্জের সাধারণ মানুষ। সরকারের প্রতি আমাদের আবেদন দোহাই শকুনগুলোকে থামান। আর কোনো লাশ মানুষ দেখতে চায় না।
শিরোনাম
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
ইউপি নির্বাচন কেন্দ্রিক সহিংসতা
মানুষ শকুনদের নিবৃত্ত করুন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর