ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলেও থামছে না সহিংসতা। মাহে রমজানে দেশের মানুষ যখন আত্মসংযম ও আত্মশুদ্ধির সিয়াম সাধনায় রত, তখন মানুষশকুন নামের সন্ত্রাসীরা নির্বাচনোত্তর সংঘাতে একের পর এক লাশ ফেলছে। জয়পুরহাটে মুখোশধারীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত সদর উপজেলার ভাদশা ইউনিয়নের চেয়ারম্যান এ কে আজাদ গত রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এক সময়কার ফটোসাংবাদিক এ কে আজাদ নির্বাচিত হওয়ার আগে-পরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদককে বলেছিলেন, তার জীবন হুমকির মুখে। নিরাপত্তা চাইলেও পুলিশ সহায়তা করছে না। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শুক্রবার বিজয়ী ইউপি চেয়ারম্যান ও সদস্যের সমর্থকদের সঙ্গে পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর আবারও সংঘর্ষে জড়ায় দুই প্রার্থীর সমর্থকরা। দ্বিতীয় দফার সংঘাতেও প্রাণ হারান একজন। জয়পুরহাটের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নৌকার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন। পুলিশের কাছে নিরাপত্তা চাওয়ার পরও তাকে নিরাপত্তা না দেওয়ার যে অভিযোগ উঠেছে তা দুর্ভাগ্যজনক। আমরা এখন মত্স্যন্যায় সমাজের বাসিন্দা কিনা সে প্রশ্ন মনে উঁকি দেওয়াও স্বাভাবিক। এক চেয়ারম্যান ও দুই সমর্থকের মৃত্যু নিয়ে ইউপি নির্বাচনে নিহতের সংখ্যা ১৪০-এ দাঁড়াল। কথিত নির্বাচনের ষষ্ঠ পর্ব শেষ হওয়ার পর আমরা এই কলামে লিখেছিলাম, ‘ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের মাধ্যমে সন্ত্রাস সহিংসতা ও মানুষের প্রাণ কাড়ার মহড়া আপাতত শেষ হয়েছে। নির্বাচনের ফলাফল যাই হোক সন্ত্রাসের বরপুত্ররা মানুষের জীবন হুমকির মুখে ফেলার মহড়া থেকে বিরত থাকলে, তা দেশবাসীর প্রতি তাদের কৃপা বলে বিবেচিত হবে।’ আরও তিন খুনের পর যে কারোরই উপলব্ধি হবে মানুষশকুনদের নোখর যেন কিছুতেই নিবৃত্ত হওয়ার নয়। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি সরকার সব পক্ষের দায়-দায়িত্বহীন মনোভাবের শিকার হচ্ছে গ্রামগঞ্জের সাধারণ মানুষ। সরকারের প্রতি আমাদের আবেদন দোহাই শকুনগুলোকে থামান। আর কোনো লাশ মানুষ দেখতে চায় না।
শিরোনাম
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
ইউপি নির্বাচন কেন্দ্রিক সহিংসতা
মানুষ শকুনদের নিবৃত্ত করুন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর