শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
বিচিত্রিতা

বাবরের রন্ধনশালা

সম্রাট বাবর উপমহাদেশে মোগল শাসনের সূত্রপাত ঘটান। তবে তার আমলে মোগলাই ভাবটি তেমনভাবে ফুটে উঠেনি। হুমায়ুনও তেমন কিছু প্রভাব রেখে যেতে পারেননি। তবে সম্রাট আকবরের সময় থেকে তার আভিজাত্য আর জাঁকজমকভাব ফুটে উঠতে থাকে।

তার নাতি সম্রাট শাহজাহানের সময় মোগলরা সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়। সে সময়ে একদিকে তাজমহল, দিওয়ানে আ’ম, দিওয়ানে খা’স, জামে মসজিদের মতো স্থাপত্যশিল্প গড়ে উঠে, লাহোরের শালিমার উদ্যান তৈরি হয়। সংগীত, চিত্রকলা, চিত্রশিল্পেও শীর্ষে পৌঁছে। তার ধারাবাহিকতায় রন্ধনশিল্পেও মোগলরা সর্বকালের সেরা অবস্থান সৃষ্টি করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর