পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার সম্ভ্রমের ওপর আঘাত হানছে। পরীক্ষা ব্যবস্থার মাহাত্ম্যকেই গিলে ফেলছে একের পর এক পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী কোনো কোনো শিক্ষকও জড়িত বলে অভিযোগ উঠেছে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে ফলের দিক থেকে এগিয়ে রাখতে তারা পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগেই প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেলেন এমন তথ্যও পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্নপত্রের প্যাকেট যথাযথভাবে সংরক্ষণ না করা এবং এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে গাফিলতির দায়ে শিক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার ২০ শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তি স্থগিত করেছে। শিক্ষামন্ত্রী দুঃখ করে বলেছেন, তাদের সবচেয়ে আস্থার জায়গা শিক্ষকরা। কিন্তু তাদের মধ্যেও কিছু দুর্নীতিবাজ ঢুকে পড়েছে। চলমান এসএসসি পরীক্ষায় গণিতের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় প্রশ্নপত্র। ইতিমধ্যে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ এবং তাদের রিমান্ডে নিয়ে প্রশ্নপত্র ফাঁসের রহস্য ও এর সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় গণিত পরীক্ষা বাতিলের বিষয়টিও আলোচনায় এসেছে। যদিও শিক্ষামন্ত্রী বলেছেন, গণিতের পরীক্ষা এখনই বাতিল হচ্ছে না। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষার আসল উদ্দেশ্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্দেহ নেই। ফাঁস হওয়া প্রশ্নপত্র অনুসরণ করে নকলবাজরা লাভবান হচ্ছে এটিও ধরে নেওয়া যায়। অন্যদিকে পরীক্ষা বাতিল হলে লাখ লাখ পরীক্ষার্থীকে বাড়তি ঝামেলায় পড়তে হবে। যার কোনোটিই কাম্য হওয়া উচিত নয়। প্রশ্নপত্র ফাঁসে কোনো কোনো শিক্ষকের জড়িত থাকা দুর্ভাগ্যজনক এবং এটি শিক্ষকতা পেশার জন্য এক কলঙ্কজনক ঘটনা। এ অপকর্মের সঙ্গে জড়িতদের এমপিওভুক্তি স্থগিত করাই শুধু নয়, তাদের শিক্ষকতা পেশা থেকে বহিষ্কারের উদ্যোগ নিতে হবে। পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি বন্ধে সৎ ও যোগ্য ব্যক্তিদের শিক্ষকতা পেশায় আসার সুযোগ সৃষ্টিও জরুরি। এ উদ্দেশ্যে উেকাচের বিনিময়ে শিক্ষক নিয়োগের যে ঘৃণ্য পদ্ধতি দেশজুড়ে চালু রয়েছে তার অবসান ঘটাতে হবে।
শিরোনাম
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’