অবশেষে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে মাশরাফি বাহিনী। আগের ছয়টি টুর্নামেন্টে ফাইনালে উঠেও কূলে এসে তরী ডোবায় টাইগাররা। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে টাইগাররা পুরো ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্ব দেখিয়েছে। একসময়কার বিশ্বক্রিকেটের দাপুটে দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ফাইনালে জয় এসেছে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে। শ্বাসরুদ্ধকর সে ম্যাচের টার্গেট দেখে বাংলাদেশের জয় অনেকের কাছে অসম্ভব মনে হলেও টাইগারদের দৃঢ় মনোভাবে পূরণ হয়েছে দীর্ঘদিনের স্বপ্ন। এর আগে একে একে ছয়বার আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি নিজেদের ভুলে। স্নায়ুর চাপ জয় করতে না পারার কারণে শিরোপার খুব কাছে গিয়েও বার বার ভাগ্যবিড়ম্বনায় পড়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। তবে এবার টাইগাররা উত্তেজনা, আশঙ্কা, টেনশনকে ছুড়ে ফেলে ঠা-া মাথায় শিরোপা জিতেছে সত্যিকারের বীরের মতো। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর ২১ বছর আগে ঠিক এই দিনেই কেনিয়ার বিরুদ্ধে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ১৭ মেতেই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা পেল তারা। শুক্রবার বৃষ্টি যখন শুরু হয় তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২০.১ ওভারে বিনা উইকেটে ১৩১ রান। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫০ ওভারের ম্যাচ কমে আসে ২৪ ওভারে। বাকি ৩.৫ ওভারে অর্থাৎ ২৩ বলে মাত্র ২১ রান করে উইন্ডিজ। সব মিলে ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১৫২ রান। কিন্তু যেহেতু প্রথম ২০.১ ওভারে ক্যারিবীয়রা ৫০ ওভার খেলার টার্গেট নিয়ে ব্যাটিং করেছে এবং কোনো উইকেটও হারায়নি তাই বৃষ্টি আইনে তাদের মোট স্কোরের সঙ্গে বাড়তি ৫৮ রান যোগ হয়। টাইগারদের টার্গেট দাঁড়ায় ২১০ রান। সোজা কথায় জিততে হলে ২৪ ওভারে বাংলাদেশকে করতে হবে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৫৮ রান বেশি। চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন টাইগাররা সে জয় ছিনিয়ে এনেছে হেসে খেলে ৫ উইকেটের ব্যবধানে। ৭ বল বাকি থাকতেই আসে ইতিহাসের প্রথম টুর্নামেন্ট জয়। ইনজুরির কারণে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান খেলতে না পারলেও মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকারের দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে এসেছে দুরন্ত বিজয়। দেশের ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতার জন্য টাইগারদের অভিনন্দন। ত্রিদেশীয় টুর্নামেন্টে তারা যে হার না মানা সাফল্য দেখিয়েছেন তা বিশ্বকাপের সেরা প্রস্তুতি হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
টাইগারদের সিরিজ জয়
বিশ্বকাপের সেরা প্রস্তুতি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর