মরু আরবের শুষ্ক প্রান্তরে ইসলামের যে বীজ আল্লাহর হাবিব বপন করেছিলেন তা আজ ফুলে ফলে সুশোভিত হয়ে ধরণির প্রান্তে প্রান্তে সবাইকে করছে মুগ্ধ-বিমুগ্ধ-বিমোহিত। যাঁর পরশে সমগ্র সৃষ্টি হচ্ছে সম্মোহিত, সমাদৃত ও সম্মানিত। ইসলামের এই যুগান্তকারী বিস্তৃতি এবং ব্যাপকতার নেপথ্যে যাঁরা ত্যাগ, শ্রম ও কোরবানির মাধ্যমে সুবিশাল অবদান রাখার মধ্য দিয়ে ইতিহাসের আলোয় উদ্ভাসিত তাঁদের সবার যে শক্তি ছিল তা হলো ইমানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাওহিদকে বুকে ধারণ করে ইশকে মুস্তফার অনুশীলন, নবীকে পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ ভালোবাসাময় আকুলতায় তাঁরা হয়েছেন সৃষ্টির দিশারি, পথহারাদের পাঞ্জেরি। তাদের নুরানি কর্ণকুহরে যেন প্রতিনিয়ত ধ্বনিত-প্রতিধ্বনিত হয় নিপীড়িতদের আহাজারি, বঞ্চিতদের রোনাজারি। একজন মানুষকে যে সুমহান উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাঁর প্রিয়তম সৃষ্টিরূপে দুনিয়ায় পাঠান মানুষ যখন তা ভুলে যায় তখন আল্লাহর প্রতিনিধি হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার মধ্য দিয়ে সলফে সালেহিনরা তথা যুগের যাঁরা সংস্কারক থাকেন তাঁরা দায়িত্ব গ্রহণ করেন সেসব পথভোলা মানুষকে আল্লাহর পথে এনে জান্নাতের সুঘ্রাণ দেওয়ার। আল্লাহর দরবারে শুকরিয়া একবিংশ শতাব্দীর মাহেন্দ্রক্ষণে প্রযুক্তির চরম উৎকর্ষতার সময়ে নবীপ্রেমের বিন্যাসে এমন একজন কালজয়ী রাহবারকে আমরা পেয়েছি যিনি নূরে মুস্তফার সংস্পর্শে মানুষকে এমনভাবে পরিচালিত করছেন যে পথের শেষে অনাবিল প্রশান্তি, দূর হয় জীবনের ভ্রান্তি, আসে না ইবাদতে ক্লান্তি, কলবে অনুভূত হয় জান্নাতি শান্তি, ইমান ও আখলাকে পাই হেদায়েতময় তৃপ্তি, জীবনে জ্বলে ওঠে নবীপ্রেমের দীপ্তি, দোজাহানে হয় বেহেশতি প্রশান্তময় প্রাপ্তি। হাদিসে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি এ নূর গ্রহণ করবেন তার তিনটি পরিবর্তন জীবনে আসবে- ১. সে দুনিয়া থেকে হালকা হয়ে যাবে আখেরাতের দিকে ধাবিত হবে ২. সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে ৩. ইসলামের জন্য তার বক্ষ প্রসারিত হয়ে যাবে। এ নূরের প্রভাবে মানুষ আশেকে রসুলে পরিণত হয়। যার হৃদয়ে নবীর প্রেম থাকে তার জীবন তো সুন্নতের অলঙ্কারে সুসজ্জিত থাকবে। তার চলাফেরায় চিন্তাধারায় কথাবার্তায় ইসলামের জ্যোতি, সুন্নতের প্রীতি, আল্লাহর ভীতি হবে দৃশ্যমান, নফসের প্রভাব হবে ম্রিয়মাণ, ইনসানিয়াত হবে বেগবান। সর্বোপরি খুঁজে পাবে ইহসান তথা আল্লাহর সন্ধান, মারিফাতের সুঘ্রাণ। এ মহান তরিকতের আরেকটি মহামূল্যবান নিয়ামত হলো ফয়েজে কোরআন তথা কোরআনের নূর। যেথায় মেলে হাকিকতের সুধা শরাফত, যার ঝলকানিতে কলবে ওঠে আল্লাহ আল্লাহ সুরের মহাঝঙ্কার, হৃদয়ে সাজে নবীপ্রেমের অলঙ্কার ওই ব্যক্তিকে নিয়েই যেন জাতে পাকের অহংকার।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
হেদায়েতময় শান্তির আলোকবর্তিকা
মুহাম্মদ রাশেদ হায়দার মহিউদ্দীন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর