শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

কুয়াশার কশাঘাত

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে নৌ ও সড়ক পথ

কুয়াশার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে নদী ও সড়ক পথ। বিমান চলাচলেও দেখা দিচ্ছে বিঘ্ন। অগ্রহায়ণের শেষ ভাগে কুয়াশার আগ্রাসনে গত দুই দিন সূর্য কখনো পরিপূর্ণ চেহারায় আবির্ভূত হতে পারেনি। কুয়াশার কারণে শীতের প্রকোপ কিছুটা হলেও বেড়েছে। ঘন কুয়াশায় গত দুই দিন দেশের নদ-নদী ও মহাসড়কগুলোয় যান চলাচল দারুণভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে নদ-নদীগুলোয় ফেরি চলাচল সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয়েছে। ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে চরমভাবে। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার দুপুর পর্যন্ত যানজটে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সময়মতো গন্তব্যে পৌঁছতে না পারায় কাঁচামাল ব্যবসায়ীরা দুর্ভোগের শিকার হন। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলো আটকা পড়ায় রোগী নিয়েও বিড়ম্বনায় পড়তে হয়েছে। তীব্র যানজটের কারণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় কড্ডার মোড় পর্যন্ত মাত্র ২৫ কিলোমিটার আসতে লেগেছে প্রায় ৯ ঘণ্টা। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে মঙ্গলবার রাত পৌনে ১১টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। কুয়াশায় শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার নৌপথের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দৌলতদিয়ায় দেখা দিয়েছে একই ধরনের অচলাবস্থা। দেশজুড়ে বিমান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে ঘন কুয়াশার কারণে। কুয়াশায় তাপমাত্রা খুব একটা না কমলেও চলতি সপ্তাহে এর প্রভাবে শীত জেঁকে বসবে বলে মনে করা হচ্ছে। কুয়াশায় যাতায়াতব্যবস্থা ব্যাহত হওয়ায় ব্যবসা-বাণিজ্যে কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বাতাস না থাকায় কুয়াশা কাটতে সময় লাগছে। এ সময় সড়ক ও নৌপথে দুর্ঘটনা বাড়ার আশঙ্কা রয়েছে। এ আশঙ্কার অবসানে ঘন কুয়াশার সময় নৌ চলাচল বন্ধ এবং সড়কপথে সর্বাধিক সতর্কতা অবলম্বনের বিকল্প নেই। শীত মৌসুমের অনুষঙ্গ হয়ে আসে কুয়াশা। এটি প্রকৃতির এক অপরিহার্য নিয়ম। এটিকে স্বাভাবিকভাবে

মেনে নেওয়ার পাশাপাশি সতর্কতা অবলম্বনের বিকল্প নেই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর