প্রতি বছরের জুন, জুলাই ও আগস্টে পাহাড় আর ভূমি ধসে মানুষের মৃত্যু এখন যেন এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। দিন দিন ক্ষতিগ্রস্তের সংখ্যাও বাড়ছে। সর্বশেষ পাহাড়ধসে আবারও কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এবং মহেশখালী ও টেকনাফে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রতি বছর ভয়াবহ পাহাড়ধসে প্রাণহানি ও আহত হয়। সম্পূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয় বহু বসতভিটা। আশা ছিল পাহাড় রক্ষায় পাহাড়ের কোনাকানচিতে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠীর প্রাণ রক্ষায় এবার একটা বাস্তব ব্যবস্থা নেওয়া হবে। অনেক আশার বাণী প্রচারিত হয়। বলা বাহুল্য, পরে পাহাড় বিপর্যয়ের ঘটনায় মানুষের প্রাণ রক্ষায় তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষণমুখর রাতে মানুষ শুধু মাইকের ঘোষণা শুনেছে। নিরাপদ স্থানে সরে যাওয়ার হুঁশিয়ারি ছিল ঘুমের ঘোরে শোনা সেসব ঘোষণায়। রোহিঙ্গা ক্যাম্প ও বিভিন্ন উপজেলায় পাহাড়ধসে এবং বানের পানিতে ভেসে এ পর্যন্ত আটজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। মৃত্যুঝুঁকি এড়াতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং ও অভিযান চলছে। আসলে তথাকথিত উন্নয়নের নির্যাতন-নিপীড়নে কাহিল পাহাড়গুলো এখন দাঁড়িয়ে আছে লাশের মতো, মাঝারি থেকে ভারী বৃষ্টির চাপ সহ্য করার শক্তি তার নেই। বৃষ্টি এলেই পাহাড়ধসের আতঙ্কে থাকে বাংলাদেশ। এ দুর্যোগ কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা মানবসৃষ্ট। ১৯৯৭ সালে জিআইএস পদ্ধতি ব্যবহার করে খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় ১৬০টি ভূমিধসপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়। কক্সবাজার জেলায় প্রায় ৩ হাজার পরিবার চিহ্নিত করা হয়েছিল, যারা পাহাড়ের পাশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। তাদের ঘরবাড়ির অবস্থান অতি ঝুঁকিপূর্ণ। অন্যান্য পার্বত্য জেলায়ও অনেক পরিবার পাহাড়ের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। পার্বত্য জেলাগুলোর প্রশাসনকে আরও আন্তরিক হতে হবে। পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ, আইনের যথার্থ প্রয়োগের মাধ্যমে এ অপরাধ অবশ্যই বন্ধ করা সম্ভব।
শিরোনাম
- ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
পাহাড়ধস
সচেতনতা বাড়াতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর