মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশের জন্য উদ্বেগ সৃষ্টি করছে। এমনিতেই সে দেশ থেকে আসা ১২ লাখের বেশি রোহিঙ্গার বোঝা বইতে হচ্ছে বাংলাদেশকে। দেশের প্রধান পর্যটন এলাকা কক্সবাজারের পরিবেশ-প্রতিবেশের ওপর হুমকি সৃষ্টি করছে রোহিঙ্গাদের অবস্থান। তাদের পেছনে রাষ্ট্রের যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে জনমনে। এ অবস্থায় মিয়ানমার থেকে আর যাতে কেউ বাংলাদেশে প্রবেশ না করে সে ব্যাপারে বিজিবিকে সতর্ক রাখা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোয় সংঘটিত একাধিক সন্ত্রাসী ঘটনা প্রমাণ করেছে চোখ-কান খোলা রাখার বিকল্প নেই। স্মর্তব্য, বাংলাদেশের বান্দরবানের ওপারে মিয়ানমার সীমান্তের কানপ্লেট ও হাকা শহরে ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন করেছে দেশটির সামরিক সরকার। সেখানে বসতি ধ্বংস ও নির্যাতনের কথা উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটির মতে, গত এক মাস ধরে কানপ্লেট ও হাকায় নিরস্ত্র লোকজনের ওপর নির্যাতন ও গুলি চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। কেটে দেওয়া হয়েছে ইন্টারনেট। মিয়ানমারে ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক বাহিনী। পাল্টা ব্যবস্থা হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিরা ১৬ এপ্রিল সু চিকে স্টেট কাউন্সিলর করে জাতীয় ঐক্যের সরকার গঠন করে। এ সরকার মূলত দেশের সীমান্তবর্তী এলাকা এবং বিদেশে নির্বাসিত থেকে কাজ করছে। রেডিও ফ্রি এশিয়ার খবরে বলা হয়েছে, শুধু সেপ্টেম্বরে সেনাবাহিনীর সঙ্গে ১৩২টি লড়াইয় হয়েছে। মিয়ানমারে যা ঘটছে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তন ছাড়া প্রতিবেশীর কোনো বিষয়ে আমাদের আগ্রহী হওয়ার প্রয়োজন নেই। আমরা আশা করব মিয়ানমার যেহেতু তার নাগরিকদের ফিরিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ সেহেতু তারা প্রতিশ্রুতি পালনে যত্নবান হবে। পাশাপাশি মিয়ানমার সীমান্তের দিকে রাখা হবে তীক্ষ্ণ নজর। যাতে আর একজনও আশ্রয় প্রার্থীর বোঝা বাংলাদেশের ওপর না চাপে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
মিয়ানমারে অস্থিতিশীলতা
সীমান্তে তীক্ষ্ণ নজর রাখা হোক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর