মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশের জন্য উদ্বেগ সৃষ্টি করছে। এমনিতেই সে দেশ থেকে আসা ১২ লাখের বেশি রোহিঙ্গার বোঝা বইতে হচ্ছে বাংলাদেশকে। দেশের প্রধান পর্যটন এলাকা কক্সবাজারের পরিবেশ-প্রতিবেশের ওপর হুমকি সৃষ্টি করছে রোহিঙ্গাদের অবস্থান। তাদের পেছনে রাষ্ট্রের যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে জনমনে। এ অবস্থায় মিয়ানমার থেকে আর যাতে কেউ বাংলাদেশে প্রবেশ না করে সে ব্যাপারে বিজিবিকে সতর্ক রাখা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোয় সংঘটিত একাধিক সন্ত্রাসী ঘটনা প্রমাণ করেছে চোখ-কান খোলা রাখার বিকল্প নেই। স্মর্তব্য, বাংলাদেশের বান্দরবানের ওপারে মিয়ানমার সীমান্তের কানপ্লেট ও হাকা শহরে ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন করেছে দেশটির সামরিক সরকার। সেখানে বসতি ধ্বংস ও নির্যাতনের কথা উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটির মতে, গত এক মাস ধরে কানপ্লেট ও হাকায় নিরস্ত্র লোকজনের ওপর নির্যাতন ও গুলি চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। কেটে দেওয়া হয়েছে ইন্টারনেট। মিয়ানমারে ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক বাহিনী। পাল্টা ব্যবস্থা হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধিরা ১৬ এপ্রিল সু চিকে স্টেট কাউন্সিলর করে জাতীয় ঐক্যের সরকার গঠন করে। এ সরকার মূলত দেশের সীমান্তবর্তী এলাকা এবং বিদেশে নির্বাসিত থেকে কাজ করছে। রেডিও ফ্রি এশিয়ার খবরে বলা হয়েছে, শুধু সেপ্টেম্বরে সেনাবাহিনীর সঙ্গে ১৩২টি লড়াইয় হয়েছে। মিয়ানমারে যা ঘটছে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তন ছাড়া প্রতিবেশীর কোনো বিষয়ে আমাদের আগ্রহী হওয়ার প্রয়োজন নেই। আমরা আশা করব মিয়ানমার যেহেতু তার নাগরিকদের ফিরিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ সেহেতু তারা প্রতিশ্রুতি পালনে যত্নবান হবে। পাশাপাশি মিয়ানমার সীমান্তের দিকে রাখা হবে তীক্ষ্ণ নজর। যাতে আর একজনও আশ্রয় প্রার্থীর বোঝা বাংলাদেশের ওপর না চাপে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
মিয়ানমারে অস্থিতিশীলতা
সীমান্তে তীক্ষ্ণ নজর রাখা হোক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর