ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি (মরণোত্তর) প্রদান করেছে। তাঁর পক্ষে এ ডিগ্রি গ্রহণ করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ উপলক্ষে বিশেষ সমাবর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ডক্টর অব লজ ডিগ্রি লাভ স্মরণীয় ঘটনা। বঙ্গবন্ধু এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। গণমানুষের আন্দোলন সংগ্রামের পথিকৃৎ ছিলেন তিনি। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা এসেছে যার নেতৃত্বে তাঁকে মরণোত্তর ডক্টর অব লজ ডিগ্রিতে সম্মানিত করে প্রকারান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেকেই সম্মানিত করেছে। সমাবর্তনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ডিগ্রির স্মারক তুলে দেন। সমাবর্তন বক্তব্যে বঙ্গবন্ধুকন্যা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রি দিয়ে যে সম্মান প্রদান করা হলো, এ সিদ্ধান্ত যারা গ্রহণ করেছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান। বলেন, মুজিবকন্যা হিসেবে আজ তাঁর জন্য বিশেষ একটি দিন, তাঁকে সমাবর্তন বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেকেছেন। প্রধানমন্ত্রী সমাবর্তন বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমারও বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমি নিজেও গর্ববোধ করি। আমি চাই এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা যেন হয় এবং গবেষণাকে যেন বেশি গুরুত্ব দেওয়া হয়। বঙ্গবন্ধু অকৃত্রিম ত্যাগ করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। ফিরে এসে দেশ গড়ার কাজ করেছেন। মাত্র তিন বছর সাত মাস তিন দিন হাতে পেয়েছিলেন। একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে তিনি স্বল্পোন্নত দেশে পরিণত করে গিয়েছিলেন। তখন ১২৬টি দেশ আমাদের স্বীকৃতি দিয়েছিল। তাঁর মতো নেতৃত্ব ছিল বলেই তা সম্ভব হয়েছিল। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে গবেষণায় গুরুত্ব দেওয়ার যে তাগিদ দিয়েছেন তা খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর পরামর্শকে বিশেষ গুরুত্ব দেবে এবং দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও গৌরব প্রতিষ্ঠায় অবদান রাখবে।
শিরোনাম
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স