বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম বিকাশশীল অর্থনীতি। ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে পেছনে পড়া দেশ থেকে ৩৫তম অর্থনীতিতে পরিণত করেছে। এটি মুদ্রার একপিঠ। আলোকিত সেই পিঠের অপর পাশ অন্ধকারে ভরা। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দুর্নীতি এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা। বলা যায়, দুর্নীতি ও আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্য বহু ক্ষেত্রেই অভিন্ন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির জরিপে উঠে এসেছে একই তথ্য। গত বছরের এপ্রিল থেকে জুলাই সময়ে ঢাকা, সাভার, গাজীপুরে ৭১ জন ব্যবসায়ীর মতামত নেওয়া হয়েছে জরিপে। এর মধ্যে প্রায় ৬৮ শতাংশ ব্যবসায়ী দুর্নীতিকে প্রধান সমস্যা, প্রায় ৫৫ শতাংশ ব্যবসায়ী অদক্ষ আমলাতন্ত্র ও ৪৬ শতাংশের বেশি ব্যবসায়ী বৈদেশিক মুদ্রার অস্থিতিশীলতার সমস্যাকে চিহ্নিত করেছেন। ৬৬ শতাংশের বেশি ব্যবসায়ী মনে করেন আগামী দুই বছর দেশে জ্বালানি সংকট প্রকট হবে। ৩৮ শতাংশ ব্যবসায়ী মনে করেন, জ্বালানির ভর্তুকি তুলে নিলে ব্যবসার খরচ বাড়বে। ৫৮ শতাংশ মনে করেন, ব্যাংক খাতে নজরদারি ও তদারকির অভাব রয়েছে। দেশের কর কাঠামো পরিবেশবান্ধব নয় দাবি করে ৬০ শতাংশ ব্যবসায়ী বলেছেন, এখনো ২৩ শতাংশ কর ফাঁকি হচ্ছে। ৪২ শতাংশ ব্যবসায়ী বড় কোনো পরিবর্তন দেখছেন না। পরিবর্তন দেখেছেন মাত্র ৬ শতাংশ ব্যবসায়ী। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সোনালি সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্নীতি ও আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্যে তা কাজে লাগানো যাচ্ছে না। অথচ ভিয়েতনাম ব্যবসায় প্রতিযোগিতায় সব ক্ষেত্রেই বাংলাদেশের চেয়ে এগিয়ে। বাংলাদেশ বিশ্বের দুই অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের প্রতিবেশী দেশ। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যবর্তী দেশ হওয়ায় যে হারে বিদেশি বিনিয়োগ আসার কথা ছিল তা আসছে না ঘুষ, দুর্নীতি ও লালফিতার ভয়ে। এ আপদদের ঠেকাতে হবে।
শিরোনাম
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
দুর্নীতি ও লালফিতা
ব্যবসাবাণিজ্যে প্রধান বাধা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর