বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম বিকাশশীল অর্থনীতি। ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে পেছনে পড়া দেশ থেকে ৩৫তম অর্থনীতিতে পরিণত করেছে। এটি মুদ্রার একপিঠ। আলোকিত সেই পিঠের অপর পাশ অন্ধকারে ভরা। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দুর্নীতি এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা। বলা যায়, দুর্নীতি ও আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্য বহু ক্ষেত্রেই অভিন্ন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির জরিপে উঠে এসেছে একই তথ্য। গত বছরের এপ্রিল থেকে জুলাই সময়ে ঢাকা, সাভার, গাজীপুরে ৭১ জন ব্যবসায়ীর মতামত নেওয়া হয়েছে জরিপে। এর মধ্যে প্রায় ৬৮ শতাংশ ব্যবসায়ী দুর্নীতিকে প্রধান সমস্যা, প্রায় ৫৫ শতাংশ ব্যবসায়ী অদক্ষ আমলাতন্ত্র ও ৪৬ শতাংশের বেশি ব্যবসায়ী বৈদেশিক মুদ্রার অস্থিতিশীলতার সমস্যাকে চিহ্নিত করেছেন। ৬৬ শতাংশের বেশি ব্যবসায়ী মনে করেন আগামী দুই বছর দেশে জ্বালানি সংকট প্রকট হবে। ৩৮ শতাংশ ব্যবসায়ী মনে করেন, জ্বালানির ভর্তুকি তুলে নিলে ব্যবসার খরচ বাড়বে। ৫৮ শতাংশ মনে করেন, ব্যাংক খাতে নজরদারি ও তদারকির অভাব রয়েছে। দেশের কর কাঠামো পরিবেশবান্ধব নয় দাবি করে ৬০ শতাংশ ব্যবসায়ী বলেছেন, এখনো ২৩ শতাংশ কর ফাঁকি হচ্ছে। ৪২ শতাংশ ব্যবসায়ী বড় কোনো পরিবর্তন দেখছেন না। পরিবর্তন দেখেছেন মাত্র ৬ শতাংশ ব্যবসায়ী। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সোনালি সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্নীতি ও আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্যে তা কাজে লাগানো যাচ্ছে না। অথচ ভিয়েতনাম ব্যবসায় প্রতিযোগিতায় সব ক্ষেত্রেই বাংলাদেশের চেয়ে এগিয়ে। বাংলাদেশ বিশ্বের দুই অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের প্রতিবেশী দেশ। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যবর্তী দেশ হওয়ায় যে হারে বিদেশি বিনিয়োগ আসার কথা ছিল তা আসছে না ঘুষ, দুর্নীতি ও লালফিতার ভয়ে। এ আপদদের ঠেকাতে হবে।
শিরোনাম
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
দুর্নীতি ও লালফিতা
ব্যবসাবাণিজ্যে প্রধান বাধা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর