বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম বিকাশশীল অর্থনীতি। ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে পেছনে পড়া দেশ থেকে ৩৫তম অর্থনীতিতে পরিণত করেছে। এটি মুদ্রার একপিঠ। আলোকিত সেই পিঠের অপর পাশ অন্ধকারে ভরা। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দুর্নীতি এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা। বলা যায়, দুর্নীতি ও আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্য বহু ক্ষেত্রেই অভিন্ন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির জরিপে উঠে এসেছে একই তথ্য। গত বছরের এপ্রিল থেকে জুলাই সময়ে ঢাকা, সাভার, গাজীপুরে ৭১ জন ব্যবসায়ীর মতামত নেওয়া হয়েছে জরিপে। এর মধ্যে প্রায় ৬৮ শতাংশ ব্যবসায়ী দুর্নীতিকে প্রধান সমস্যা, প্রায় ৫৫ শতাংশ ব্যবসায়ী অদক্ষ আমলাতন্ত্র ও ৪৬ শতাংশের বেশি ব্যবসায়ী বৈদেশিক মুদ্রার অস্থিতিশীলতার সমস্যাকে চিহ্নিত করেছেন। ৬৬ শতাংশের বেশি ব্যবসায়ী মনে করেন আগামী দুই বছর দেশে জ্বালানি সংকট প্রকট হবে। ৩৮ শতাংশ ব্যবসায়ী মনে করেন, জ্বালানির ভর্তুকি তুলে নিলে ব্যবসার খরচ বাড়বে। ৫৮ শতাংশ মনে করেন, ব্যাংক খাতে নজরদারি ও তদারকির অভাব রয়েছে। দেশের কর কাঠামো পরিবেশবান্ধব নয় দাবি করে ৬০ শতাংশ ব্যবসায়ী বলেছেন, এখনো ২৩ শতাংশ কর ফাঁকি হচ্ছে। ৪২ শতাংশ ব্যবসায়ী বড় কোনো পরিবর্তন দেখছেন না। পরিবর্তন দেখেছেন মাত্র ৬ শতাংশ ব্যবসায়ী। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সোনালি সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্নীতি ও আমলাতান্ত্রিক লালফিতার দৌরাত্ম্যে তা কাজে লাগানো যাচ্ছে না। অথচ ভিয়েতনাম ব্যবসায় প্রতিযোগিতায় সব ক্ষেত্রেই বাংলাদেশের চেয়ে এগিয়ে। বাংলাদেশ বিশ্বের দুই অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের প্রতিবেশী দেশ। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যবর্তী দেশ হওয়ায় যে হারে বিদেশি বিনিয়োগ আসার কথা ছিল তা আসছে না ঘুষ, দুর্নীতি ও লালফিতার ভয়ে। এ আপদদের ঠেকাতে হবে।
শিরোনাম
- আগাম ফুলকপি-বাঁধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে
- বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
- ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করল ইউজিসি
- চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
- ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
- ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা
- ‘সুনামগঞ্জের ধান-চালে আর্সেনিকের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে অনেক কম’
- রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না : আমীর খসরু
- যুক্তরাষ্ট্রে সব এমডি-১১ কার্গো বিমান উড্ডয়ন বন্ধ
- বগুড়ায় থামছে না পেঁয়াজের ঝাঁজ, বিপাকে ক্রেতা
- পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ
- ‘রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়’
- উচ্চ মাধ্যমিকে টেস্ট পরীক্ষা ‘আপাতত’ নয়
- ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
- পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা
- ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির উঠান বৈঠক
- কেরানীগঞ্জে র্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
- বদলে যাচ্ছে পাকিস্তান সেনাপ্রধানের পদবি!
দুর্নীতি ও লালফিতা
ব্যবসাবাণিজ্যে প্রধান বাধা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর