রমজানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডকে চাল, ভোজ্য তেল, চিনি ও খেজুরের শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীরা কী কাজ করছেন তা জানতে চান এবং নির্দেশমতো কাজ করায় সন্তোষ প্রকাশ করেন। রমজানে অতি প্রয়োজনীয় চার পণ্যের শুল্ক কতটা কমানো হবে তা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারণ করবে। বৈঠক সূত্রে বলা হয়েছে, নির্বাচনের পর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সমন্বয়ের ভিত্তিতে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে ওই বিষয়ে আলোচনা হয়। মন্ত্রীরা জানিয়েছেন, তারা নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমন্বিতভাবে কাজ করছেন। বেশ কিছু পণ্যের ওপর এর প্রভাব শুরু হয়েছে। রমজান বিবেচনা করে দাম আরও যাতে নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য চাল, তেল, চিনি ও খেজুরের ওপর থেকে শুল্ক কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে যেন পণ্য সরবরাহে কোনো ঘাটতি না থাকে প্রধানমন্ত্রী সে নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এখন এলসি খোলার পরিমাণ এবং খাদ্য মজুতের পরিমাণ অনেক বেশি এমনটিই জানানো হয়েছে বৈঠকে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এ মুহূর্তে এক বিশ্বজনীন সমস্যা। বাংলাদেশও তা থেকে মুক্ত নয়। বরং দ্রব্যমূল্যের চাপে স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। ক্রমেই অসহনীয় হয়ে পড়ছে পরিস্থিতি। রমজান মাসে তা যাতে ভয়াবহ হয়ে না ওঠে তা নিশ্চিত করতে এখন থেকেই উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে রোজার আগেই ভারত থেকে পিঁয়াজ ও চিনি আমদানির প্রস্তুতি চলছে। দেশে এখন নতুন পিঁয়াজ ওঠার মৌসুম। কিন্তু নতুন পিঁয়াজ বাজারে ওঠার পরও দাম না কমায় উদ্বিগ্ন হয়ে পড়ছে ভোক্তারা। রোজায় পিঁয়াজের চাহিদা প্রায় তিন গুণ বৃদ্ধি পায়। সে সময় যাতে সংকট না দেখা দেয় সে জন্য আমদানিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গ্রহণ শুধু নয়, তা যাতে শতভাগ কার্যকর হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।
শিরোনাম
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
- শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
প্রধানমন্ত্রীর নির্দেশনা
রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর