রমজানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডকে চাল, ভোজ্য তেল, চিনি ও খেজুরের শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীরা কী কাজ করছেন তা জানতে চান এবং নির্দেশমতো কাজ করায় সন্তোষ প্রকাশ করেন। রমজানে অতি প্রয়োজনীয় চার পণ্যের শুল্ক কতটা কমানো হবে তা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারণ করবে। বৈঠক সূত্রে বলা হয়েছে, নির্বাচনের পর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সমন্বয়ের ভিত্তিতে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে ওই বিষয়ে আলোচনা হয়। মন্ত্রীরা জানিয়েছেন, তারা নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমন্বিতভাবে কাজ করছেন। বেশ কিছু পণ্যের ওপর এর প্রভাব শুরু হয়েছে। রমজান বিবেচনা করে দাম আরও যাতে নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য চাল, তেল, চিনি ও খেজুরের ওপর থেকে শুল্ক কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে যেন পণ্য সরবরাহে কোনো ঘাটতি না থাকে প্রধানমন্ত্রী সে নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এখন এলসি খোলার পরিমাণ এবং খাদ্য মজুতের পরিমাণ অনেক বেশি এমনটিই জানানো হয়েছে বৈঠকে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এ মুহূর্তে এক বিশ্বজনীন সমস্যা। বাংলাদেশও তা থেকে মুক্ত নয়। বরং দ্রব্যমূল্যের চাপে স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। ক্রমেই অসহনীয় হয়ে পড়ছে পরিস্থিতি। রমজান মাসে তা যাতে ভয়াবহ হয়ে না ওঠে তা নিশ্চিত করতে এখন থেকেই উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে রোজার আগেই ভারত থেকে পিঁয়াজ ও চিনি আমদানির প্রস্তুতি চলছে। দেশে এখন নতুন পিঁয়াজ ওঠার মৌসুম। কিন্তু নতুন পিঁয়াজ বাজারে ওঠার পরও দাম না কমায় উদ্বিগ্ন হয়ে পড়ছে ভোক্তারা। রোজায় পিঁয়াজের চাহিদা প্রায় তিন গুণ বৃদ্ধি পায়। সে সময় যাতে সংকট না দেখা দেয় সে জন্য আমদানিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গ্রহণ শুধু নয়, তা যাতে শতভাগ কার্যকর হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
প্রধানমন্ত্রীর নির্দেশনা
রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর