রমজানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডকে চাল, ভোজ্য তেল, চিনি ও খেজুরের শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীরা কী কাজ করছেন তা জানতে চান এবং নির্দেশমতো কাজ করায় সন্তোষ প্রকাশ করেন। রমজানে অতি প্রয়োজনীয় চার পণ্যের শুল্ক কতটা কমানো হবে তা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারণ করবে। বৈঠক সূত্রে বলা হয়েছে, নির্বাচনের পর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সমন্বয়ের ভিত্তিতে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে ওই বিষয়ে আলোচনা হয়। মন্ত্রীরা জানিয়েছেন, তারা নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমন্বিতভাবে কাজ করছেন। বেশ কিছু পণ্যের ওপর এর প্রভাব শুরু হয়েছে। রমজান বিবেচনা করে দাম আরও যাতে নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য চাল, তেল, চিনি ও খেজুরের ওপর থেকে শুল্ক কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে যেন পণ্য সরবরাহে কোনো ঘাটতি না থাকে প্রধানমন্ত্রী সে নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এখন এলসি খোলার পরিমাণ এবং খাদ্য মজুতের পরিমাণ অনেক বেশি এমনটিই জানানো হয়েছে বৈঠকে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এ মুহূর্তে এক বিশ্বজনীন সমস্যা। বাংলাদেশও তা থেকে মুক্ত নয়। বরং দ্রব্যমূল্যের চাপে স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। ক্রমেই অসহনীয় হয়ে পড়ছে পরিস্থিতি। রমজান মাসে তা যাতে ভয়াবহ হয়ে না ওঠে তা নিশ্চিত করতে এখন থেকেই উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে রোজার আগেই ভারত থেকে পিঁয়াজ ও চিনি আমদানির প্রস্তুতি চলছে। দেশে এখন নতুন পিঁয়াজ ওঠার মৌসুম। কিন্তু নতুন পিঁয়াজ বাজারে ওঠার পরও দাম না কমায় উদ্বিগ্ন হয়ে পড়ছে ভোক্তারা। রোজায় পিঁয়াজের চাহিদা প্রায় তিন গুণ বৃদ্ধি পায়। সে সময় যাতে সংকট না দেখা দেয় সে জন্য আমদানিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গ্রহণ শুধু নয়, তা যাতে শতভাগ কার্যকর হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
প্রধানমন্ত্রীর নির্দেশনা
রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর