রমজানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডকে চাল, ভোজ্য তেল, চিনি ও খেজুরের শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীরা কী কাজ করছেন তা জানতে চান এবং নির্দেশমতো কাজ করায় সন্তোষ প্রকাশ করেন। রমজানে অতি প্রয়োজনীয় চার পণ্যের শুল্ক কতটা কমানো হবে তা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারণ করবে। বৈঠক সূত্রে বলা হয়েছে, নির্বাচনের পর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সমন্বয়ের ভিত্তিতে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে ওই বিষয়ে আলোচনা হয়। মন্ত্রীরা জানিয়েছেন, তারা নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমন্বিতভাবে কাজ করছেন। বেশ কিছু পণ্যের ওপর এর প্রভাব শুরু হয়েছে। রমজান বিবেচনা করে দাম আরও যাতে নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য চাল, তেল, চিনি ও খেজুরের ওপর থেকে শুল্ক কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে যেন পণ্য সরবরাহে কোনো ঘাটতি না থাকে প্রধানমন্ত্রী সে নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এখন এলসি খোলার পরিমাণ এবং খাদ্য মজুতের পরিমাণ অনেক বেশি এমনটিই জানানো হয়েছে বৈঠকে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এ মুহূর্তে এক বিশ্বজনীন সমস্যা। বাংলাদেশও তা থেকে মুক্ত নয়। বরং দ্রব্যমূল্যের চাপে স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। ক্রমেই অসহনীয় হয়ে পড়ছে পরিস্থিতি। রমজান মাসে তা যাতে ভয়াবহ হয়ে না ওঠে তা নিশ্চিত করতে এখন থেকেই উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে রোজার আগেই ভারত থেকে পিঁয়াজ ও চিনি আমদানির প্রস্তুতি চলছে। দেশে এখন নতুন পিঁয়াজ ওঠার মৌসুম। কিন্তু নতুন পিঁয়াজ বাজারে ওঠার পরও দাম না কমায় উদ্বিগ্ন হয়ে পড়ছে ভোক্তারা। রোজায় পিঁয়াজের চাহিদা প্রায় তিন গুণ বৃদ্ধি পায়। সে সময় যাতে সংকট না দেখা দেয় সে জন্য আমদানিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গ্রহণ শুধু নয়, তা যাতে শতভাগ কার্যকর হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
প্রধানমন্ত্রীর নির্দেশনা
রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর