রমজানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডকে চাল, ভোজ্য তেল, চিনি ও খেজুরের শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীরা কী কাজ করছেন তা জানতে চান এবং নির্দেশমতো কাজ করায় সন্তোষ প্রকাশ করেন। রমজানে অতি প্রয়োজনীয় চার পণ্যের শুল্ক কতটা কমানো হবে তা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারণ করবে। বৈঠক সূত্রে বলা হয়েছে, নির্বাচনের পর নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সমন্বয়ের ভিত্তিতে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে ওই বিষয়ে আলোচনা হয়। মন্ত্রীরা জানিয়েছেন, তারা নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমন্বিতভাবে কাজ করছেন। বেশ কিছু পণ্যের ওপর এর প্রভাব শুরু হয়েছে। রমজান বিবেচনা করে দাম আরও যাতে নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য চাল, তেল, চিনি ও খেজুরের ওপর থেকে শুল্ক কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে যেন পণ্য সরবরাহে কোনো ঘাটতি না থাকে প্রধানমন্ত্রী সে নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এখন এলসি খোলার পরিমাণ এবং খাদ্য মজুতের পরিমাণ অনেক বেশি এমনটিই জানানো হয়েছে বৈঠকে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এ মুহূর্তে এক বিশ্বজনীন সমস্যা। বাংলাদেশও তা থেকে মুক্ত নয়। বরং দ্রব্যমূল্যের চাপে স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। ক্রমেই অসহনীয় হয়ে পড়ছে পরিস্থিতি। রমজান মাসে তা যাতে ভয়াবহ হয়ে না ওঠে তা নিশ্চিত করতে এখন থেকেই উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে রোজার আগেই ভারত থেকে পিঁয়াজ ও চিনি আমদানির প্রস্তুতি চলছে। দেশে এখন নতুন পিঁয়াজ ওঠার মৌসুম। কিন্তু নতুন পিঁয়াজ বাজারে ওঠার পরও দাম না কমায় উদ্বিগ্ন হয়ে পড়ছে ভোক্তারা। রোজায় পিঁয়াজের চাহিদা প্রায় তিন গুণ বৃদ্ধি পায়। সে সময় যাতে সংকট না দেখা দেয় সে জন্য আমদানিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গ্রহণ শুধু নয়, তা যাতে শতভাগ কার্যকর হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ