ঢাকা সিটি করপোরেশনের আবর্জনার গাড়িচালকদের কেউ কেউ সাক্ষাৎ যমে পরিণত হয়েছে বহু আগে। মানুষের প্রাণ কেড়ে নেওয়ার ক্ষেত্রে তারা একাধিক নজির রেখেছেন। এবার তাদের সঙ্গী হয়ে নাম লিখিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ময়লা আবর্জনার এক গাড়িচালক। গত শনিবার সিটি করপোরেশনের আবর্জনার গাড়ি চাপায় গাছা থানার কুনিয়া বড়বাড়ী এলাকায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফুঁসে ওঠে গাজীপুর। নিহত মুনিরা সিটি করপোরেশনের বড়বাড়ী তারগাছ এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় টেড বার্নহার্ডজ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও সিটি করপোরেশনের ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে গেলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া মেনে নেওয়া ও বিচারের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নিলে প্রায় চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার সকাল ৮টার দিকে গাজীপুরের গাছা থানার কুনিয়া বড়বাড়ী এলাকার মেরিনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে দিয়ে অন্যদের মতো নারী পোশাক শ্রমিক মুনিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সিটি করপোরেশনের দ্রুত গতির একটি ময়লার গাড়ি ওই নারী শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক ভ্যানচালক গাড়িটি থামানোর চেষ্টা করতে গিয়ে আহত হন অটোরিকশার ধাক্কায়। অভিযোগ রয়েছে, আবর্জনার গাড়িচালকরা বেপরোয়াভাবে গাড়ি চালাতে অভ্যস্ত। বিশেষত ভোররাত থেকে সকাল পর্যন্ত এমন বেপরোয়াভাবে তারা গাড়ি চালান যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। আমরা আশা করব গাজীপুরে পোশাক শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনার যথাযথ বিচার হবে। আবর্জনাবাহী চালকদের সামাল দিতেই গাজীপুর ট্র্যাজেডির হোতার শাস্তি নিশ্চিত করা হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ