সরকারি সব প্রতিষ্ঠানের মধ্যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই নেওয়া হয় বিভাগীয় ব্যবস্থা। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি ভোগও করতে হয়। ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০২৩-এর অক্টোবর পর্যন্ত ১০ বছরে ১ লাখ ৭৩ হাজার ৩৩৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে সদর দফতর ও সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জমা পড়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ সদর দফতর অভিযোগ আমলে নিয়েই বিভিন্ন শাস্তি দিয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৩ জনকে। ২০১৯ সালে ১৫ হাজার ৫১২ জন পুলিশের বিরুদ্ধে অভিযোগ জমা হয়। শাস্তি হয় ১৪ হাজার ৭১৭ জনের বিরুদ্ধে। ২০২০ সালে ১৬ হাজার ৩১২ জনের বিরুদ্ধে অভিযোগ এলে শাস্তি হয় ১৫ হাজার ২১২ জনের। ২০২১ সালে ১৬ হাজার ৮১৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে সদর দফতরে। এর মধ্যে ১৫ হাজার ৩১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ২০২২ সালে অভিযোগ বেড়ে ১৮ হাজার ৬১৮ হয়। যার মধ্যে শাস্তি হয় ১৭ হাজার ৫১৮ জনের এবং ২০২৩ সালের জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৯ হাজার ১৮ জন পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে। এর মধ্যে ১৮ হাজার ৫২৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দেশের অন্য কোনো সরকারি কর্মচারী-কর্মকর্তাদের ক্ষেত্রে আনীত অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং শাস্তিদানের নজির নেই। তারপরও পুলিশের সুনাম প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে গুটিকয় সদস্যের বাড়াবাড়িতে। সাধারণ মানুষের কাছে পুলিশের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কতিপয় সদস্যের অর্বাচীন মনোভাব অন্তরায় সৃষ্টি করছে। পুলিশের পরিচয় দিয়ে বাড়াবাড়ির ঘটনা প্রায়ই ঘটছে। একুশের বইমেলায় একজন পুলিশ সদস্যের বাড়াবাড়ি মেলার দর্শনার্থীদের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি করেছে। কেউ তার অসৌজন্য আচরণের প্রতিবাদ করলেই অভিযোগকারীকে নাজেহাল হতে হয়েছে। বাদ যাননি একজন সিনিয়র সাংবাদিকও। পুলিশ বাহিনীর শৃঙ্খলা নিশ্চিত করা ও সুনাম পুনর্গঠনে এর সদস্যদের যে কোনো ধরনের আইনবহির্ভূত কর্মকান্ডের বিরুদ্ধে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। জনবান্ধব বাহিনী হিসেবে পুলিশ বাহিনীকে গড়ে তোলার স্বার্থে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
পুলিশ বাহিনীর শৃঙ্খলা
জবাবদিহিতা নিশ্চিত হোক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর