সরকারি সব প্রতিষ্ঠানের মধ্যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই নেওয়া হয় বিভাগীয় ব্যবস্থা। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি ভোগও করতে হয়। ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০২৩-এর অক্টোবর পর্যন্ত ১০ বছরে ১ লাখ ৭৩ হাজার ৩৩৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে সদর দফতর ও সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জমা পড়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ সদর দফতর অভিযোগ আমলে নিয়েই বিভিন্ন শাস্তি দিয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৩ জনকে। ২০১৯ সালে ১৫ হাজার ৫১২ জন পুলিশের বিরুদ্ধে অভিযোগ জমা হয়। শাস্তি হয় ১৪ হাজার ৭১৭ জনের বিরুদ্ধে। ২০২০ সালে ১৬ হাজার ৩১২ জনের বিরুদ্ধে অভিযোগ এলে শাস্তি হয় ১৫ হাজার ২১২ জনের। ২০২১ সালে ১৬ হাজার ৮১৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে সদর দফতরে। এর মধ্যে ১৫ হাজার ৩১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ২০২২ সালে অভিযোগ বেড়ে ১৮ হাজার ৬১৮ হয়। যার মধ্যে শাস্তি হয় ১৭ হাজার ৫১৮ জনের এবং ২০২৩ সালের জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৯ হাজার ১৮ জন পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে। এর মধ্যে ১৮ হাজার ৫২৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দেশের অন্য কোনো সরকারি কর্মচারী-কর্মকর্তাদের ক্ষেত্রে আনীত অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং শাস্তিদানের নজির নেই। তারপরও পুলিশের সুনাম প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে গুটিকয় সদস্যের বাড়াবাড়িতে। সাধারণ মানুষের কাছে পুলিশের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কতিপয় সদস্যের অর্বাচীন মনোভাব অন্তরায় সৃষ্টি করছে। পুলিশের পরিচয় দিয়ে বাড়াবাড়ির ঘটনা প্রায়ই ঘটছে। একুশের বইমেলায় একজন পুলিশ সদস্যের বাড়াবাড়ি মেলার দর্শনার্থীদের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি করেছে। কেউ তার অসৌজন্য আচরণের প্রতিবাদ করলেই অভিযোগকারীকে নাজেহাল হতে হয়েছে। বাদ যাননি একজন সিনিয়র সাংবাদিকও। পুলিশ বাহিনীর শৃঙ্খলা নিশ্চিত করা ও সুনাম পুনর্গঠনে এর সদস্যদের যে কোনো ধরনের আইনবহির্ভূত কর্মকান্ডের বিরুদ্ধে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। জনবান্ধব বাহিনী হিসেবে পুলিশ বাহিনীকে গড়ে তোলার স্বার্থে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
শিরোনাম
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
পুলিশ বাহিনীর শৃঙ্খলা
জবাবদিহিতা নিশ্চিত হোক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর