সরকারি সব প্রতিষ্ঠানের মধ্যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই নেওয়া হয় বিভাগীয় ব্যবস্থা। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি ভোগও করতে হয়। ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০২৩-এর অক্টোবর পর্যন্ত ১০ বছরে ১ লাখ ৭৩ হাজার ৩৩৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে সদর দফতর ও সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জমা পড়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ সদর দফতর অভিযোগ আমলে নিয়েই বিভিন্ন শাস্তি দিয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৩ জনকে। ২০১৯ সালে ১৫ হাজার ৫১২ জন পুলিশের বিরুদ্ধে অভিযোগ জমা হয়। শাস্তি হয় ১৪ হাজার ৭১৭ জনের বিরুদ্ধে। ২০২০ সালে ১৬ হাজার ৩১২ জনের বিরুদ্ধে অভিযোগ এলে শাস্তি হয় ১৫ হাজার ২১২ জনের। ২০২১ সালে ১৬ হাজার ৮১৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে সদর দফতরে। এর মধ্যে ১৫ হাজার ৩১২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ২০২২ সালে অভিযোগ বেড়ে ১৮ হাজার ৬১৮ হয়। যার মধ্যে শাস্তি হয় ১৭ হাজার ৫১৮ জনের এবং ২০২৩ সালের জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৯ হাজার ১৮ জন পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে। এর মধ্যে ১৮ হাজার ৫২৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দেশের অন্য কোনো সরকারি কর্মচারী-কর্মকর্তাদের ক্ষেত্রে আনীত অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং শাস্তিদানের নজির নেই। তারপরও পুলিশের সুনাম প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে গুটিকয় সদস্যের বাড়াবাড়িতে। সাধারণ মানুষের কাছে পুলিশের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কতিপয় সদস্যের অর্বাচীন মনোভাব অন্তরায় সৃষ্টি করছে। পুলিশের পরিচয় দিয়ে বাড়াবাড়ির ঘটনা প্রায়ই ঘটছে। একুশের বইমেলায় একজন পুলিশ সদস্যের বাড়াবাড়ি মেলার দর্শনার্থীদের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি করেছে। কেউ তার অসৌজন্য আচরণের প্রতিবাদ করলেই অভিযোগকারীকে নাজেহাল হতে হয়েছে। বাদ যাননি একজন সিনিয়র সাংবাদিকও। পুলিশ বাহিনীর শৃঙ্খলা নিশ্চিত করা ও সুনাম পুনর্গঠনে এর সদস্যদের যে কোনো ধরনের আইনবহির্ভূত কর্মকান্ডের বিরুদ্ধে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। জনবান্ধব বাহিনী হিসেবে পুলিশ বাহিনীকে গড়ে তোলার স্বার্থে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
পুলিশ বাহিনীর শৃঙ্খলা
জবাবদিহিতা নিশ্চিত হোক
প্রিন্ট ভার্সন
