পুলিশ সপ্তাহ শুরু হয়েছে গতকাল থেকে। ‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ; শান্তি প্রগতির বাংলাদেশ’-স্লোগান সামনে নিয়ে। পুলিশের হাজার বছরের ইতিহাসে তারা যে এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে স্মার্ট সন্দেহ নেই। পুলিশ বাহিনীর ঐতিহ্য অতি উজ্জ্বল। বাঙালি জাতির সেরা অর্জন যে স্বাধীনতা তার সঙ্গে রয়েছে পুলিশ বাহিনীর সম্পর্ক। দখলদার পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালে বাঙালিদের ওপর গণহত্যা শুরু করলে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। সে গণহত্যার প্রধান টার্গেট ছিল ঢাকার রাজারবাগ পুলিশ লাইন। ট্যাংক, মেশিনগানসহ ভারী অস্ত্রের হামলা সত্ত্বেও আত্মসমর্পণের বদলে প্রতিরোধ গড়ে তোলে তারা। করোনাকালে পুলিশ সদস্যরা মানুষের কল্যাণে যে অবদান রেখেছে তার কোনো তুলনা নেই। তারপরও পুলিশের জনগণের বাহিনী হয়ে ওঠা কিংবা তারা জনবান্ধব ভূমিকা কতটা পালন করতে পারছে তা বিতর্কের ঊর্ধ্বে নয়। তবে তেমন চেষ্টা যে চলছে তার প্রমাণ জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’। পুলিশের বিভাগগুলোর মধ্যে সব ধরনের বিতর্কের বাইরে থেকে দিন-রাত ২৪ ঘণ্টা সেবা দিয়ে পুলিশ সপ্তাহের শুরুতেই সব মহলে প্রশংসিত হচ্ছে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’। এরই মধ্যে পুলিশের বিশেষায়িত এ ইউনিটটি গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। পাহাড়-সাগর-গহিন জঙ্গল থেকে শুরু করে যে কোনো স্থানেই সংকটে পড়ে থাকা সাধারণ মানুষকে সাহায্যের জন্য পাশে দাঁড়িয়েছে ৯৯৯। বোদ্ধাজনদের মতে, হয়রানি নয়, নাগরিকের সেবা দেওয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হোক পুলিশ সপ্তাহের প্রত্যাশা। বিপদে-আপদে সাধারণ মানুষকে আরও দ্রুত সহায়তা দেওয়ার লক্ষ্যে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ইউনিটকে। একসঙ্গে আরও ১০০ কল রিসিভ করার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশের অন্যান্য ইউনিটেও সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা হলেও ইতিবাচক পরিবর্তন এসেছে। জনগণের আস্থা অর্জনে এ ধারাকে জোরদার করতে হবে। পুলিশ বাহিনীর সাধারণ সদস্যদের দায়িত্ব পালনের সময় নির্দিষ্টকরণ ও সুযোগ-সুবিধা বাড়াতে হবে। তবেই জনবান্ধব হয়ে ওঠার ফুরসত পাবে তারা। পাশাপাশি নিশ্চিত করতে হবে জবাবদিহি।
শিরোনাম
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
পুলিশ সপ্তাহ
জবাবদিহি বাড়াতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর