পুলিশ সপ্তাহ শুরু হয়েছে গতকাল থেকে। ‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ; শান্তি প্রগতির বাংলাদেশ’-স্লোগান সামনে নিয়ে। পুলিশের হাজার বছরের ইতিহাসে তারা যে এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে স্মার্ট সন্দেহ নেই। পুলিশ বাহিনীর ঐতিহ্য অতি উজ্জ্বল। বাঙালি জাতির সেরা অর্জন যে স্বাধীনতা তার সঙ্গে রয়েছে পুলিশ বাহিনীর সম্পর্ক। দখলদার পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালে বাঙালিদের ওপর গণহত্যা শুরু করলে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। সে গণহত্যার প্রধান টার্গেট ছিল ঢাকার রাজারবাগ পুলিশ লাইন। ট্যাংক, মেশিনগানসহ ভারী অস্ত্রের হামলা সত্ত্বেও আত্মসমর্পণের বদলে প্রতিরোধ গড়ে তোলে তারা। করোনাকালে পুলিশ সদস্যরা মানুষের কল্যাণে যে অবদান রেখেছে তার কোনো তুলনা নেই। তারপরও পুলিশের জনগণের বাহিনী হয়ে ওঠা কিংবা তারা জনবান্ধব ভূমিকা কতটা পালন করতে পারছে তা বিতর্কের ঊর্ধ্বে নয়। তবে তেমন চেষ্টা যে চলছে তার প্রমাণ জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’। পুলিশের বিভাগগুলোর মধ্যে সব ধরনের বিতর্কের বাইরে থেকে দিন-রাত ২৪ ঘণ্টা সেবা দিয়ে পুলিশ সপ্তাহের শুরুতেই সব মহলে প্রশংসিত হচ্ছে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’। এরই মধ্যে পুলিশের বিশেষায়িত এ ইউনিটটি গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। পাহাড়-সাগর-গহিন জঙ্গল থেকে শুরু করে যে কোনো স্থানেই সংকটে পড়ে থাকা সাধারণ মানুষকে সাহায্যের জন্য পাশে দাঁড়িয়েছে ৯৯৯। বোদ্ধাজনদের মতে, হয়রানি নয়, নাগরিকের সেবা দেওয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হোক পুলিশ সপ্তাহের প্রত্যাশা। বিপদে-আপদে সাধারণ মানুষকে আরও দ্রুত সহায়তা দেওয়ার লক্ষ্যে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ইউনিটকে। একসঙ্গে আরও ১০০ কল রিসিভ করার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশের অন্যান্য ইউনিটেও সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা হলেও ইতিবাচক পরিবর্তন এসেছে। জনগণের আস্থা অর্জনে এ ধারাকে জোরদার করতে হবে। পুলিশ বাহিনীর সাধারণ সদস্যদের দায়িত্ব পালনের সময় নির্দিষ্টকরণ ও সুযোগ-সুবিধা বাড়াতে হবে। তবেই জনবান্ধব হয়ে ওঠার ফুরসত পাবে তারা। পাশাপাশি নিশ্চিত করতে হবে জবাবদিহি।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি