চলতি গ্রীষ্মকাল এক অর্থে ঝড়-বৃষ্টির মৌসুম। কদিন আগেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে দেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা। সে ক্ষত শুকিয়ে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে অনেক দিন লাগবে। এরই মধ্যে শনিবার ভারী বৃষ্টি আর তুমুল ঝড়ে ঠাকুরগাঁওয়ের অন্তত ২০টি গ্রামের ঘরবাড়ি-গাছপালা তছনছ হয়েছে। প্রাণহানি ঘটেছে শিশুসহ তিনজনের। সাধারণত দেখা যায়, বর্ষা আসার আগে এপ্রিল থেকে মধ্য জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঘূর্ণিঝড় বয়ে যায়। বজ্রবৃষ্টি থাকে তার সঙ্গে। ঠাকুরগাঁওয়ের ঝড়টা তেমনই একটা হঠাৎ ঘূর্ণির আঘাত। এমন আরও বিচ্ছিন্ন ঝড়-বাদল যে কোনো সময় দেশের যে কোনো স্থানেই হতে পারে। এত সীমিত পর্যায়ে আগাম পর্যবেক্ষণ ও সতর্কতা সংকেত দেওয়ার সক্ষমতা আমাদের আবহাওয়া দফতরের আছে কি না সন্দেহ। আবার আকস্মিক কালবৈশাখি বা ঘূর্ণিঝড়ের আঘাত থেকে রক্ষা পাওয়ার মতো মজবুত ঘরবাড়ি, অবকাঠামো দেশের অনেক মানুষেরই নেই। ফলে রুদ্র প্রকৃতির সামনে তারা প্রকৃতই অসহায়। অথচ যে ক্ষয়ক্ষতি হয় তা তাদের জন্য অপূরণীয়। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য-পানীয় ও চিকিৎসা নিয়ে তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়াতে হবে। এ জন্য শুধু সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকলে চলবে না- গোটা সমাজকে এগিয়ে আসতে হবে। প্রথমেই এ দায়িত্ব নিতে হবে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের। তারাই সংগঠিত করবেন স্থানীয় বিশিষ্টজন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে, যোগাযোগ করবেন প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। আক্রান্তদের সাহায্য ও সেবায় সমন্বিতভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। সবার সক্রিয় অংশগ্রহণে ক্ষতিগ্রস্তরা যেন দ্রুত চিকিৎসা ও জরুরি ত্রাণ সহায়তা পান, মাথা গোঁজার ন্যূনতম ঠাঁই পান, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আকস্মিক দুর্যোগ বিপর্যয় মোকাবিলায় কার্যকর সামাজিক সক্ষমতা গড়ে তুলতে হবে। সেটাই হবে দুঃসময়ের নিকটতম সহায়।
শিরোনাম
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
ঝড়ের তাণ্ডব
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর