ওষুধের দাম বাড়ছে তো বাড়ছেই। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের যখন নাভিশ্বাস, তখন মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াচ্ছে ওষুধের মূল্যবৃদ্ধি। বিশেষ করে জীবন রক্ষাকারী ওষুধের মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এমনিতে করোনাকালের পর থেকে সাধারণ মানুষের আয় কমে গেছে। জুলাই গণ অভ্যুত্থান গণতন্ত্র ও টেকসই রাজনৈতিক স্থিতিশীলতার পথে হাঁটার সুযোগ সৃষ্টি করলেও দেশের অর্থনীতির জন্য সাময়িকভাবে হলেও অস্বস্তি ডেকে এনেছে। ঠিক এমন পরিস্থিতিতে ওষুধের মূল্যবৃদ্ধি বয়স্ক মানুষ ও গরিবদের জীবন আরও দুর্বিষহ করে তুলছে। যেসব বয়স্ক লোক উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মাসে ৪-৫ হাজার টাকার ওষুধ কিনতেন তাদের ব্যয় বেড়েছে ১ থেকে ২ হাজার টাকা। রাজধানীর ফার্মেসিগুলোতে এখন ফেক্সোফেনাডিন প্রতি পিস ৮ থেকে ৯ টাকা, অ্যাজিথ্রোমাইসিন প্রতি পিস ৩৫ থেকে ৪০ টাকা, মন্টিলুকাস্ট প্রতি পিস ১৬ থেকে ১৭ টাকা ৫০ পয়সা, ভিটামিন বি১ বি৬ বি১২-এর প্রতি পিসের দাম ৭ টাকা থেকে দুই ধাপে দাম বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। এ ছাড়া ইসমিপ্রাজল প্রতি পিসের দাম ৫ থেকে ৭ টাকা, লোসারটান পটাশিয়াম ৫০ মিলিগ্রামের প্রতি পিসের দাম ৮ থেকে ১০ টাকা, প্যারাসিটামল ৫০০ মিলিগ্রামের ১০ পিস ওষুধের দাম ৮ থেকে ১২ টাকা, প্যারাসিটামল ৬৬৫ মিলিগ্রাম ১০ পিস ওষুধের দাম ১৫ থেকে ২০ টাকা হয়েছে। প্যারাসিটামল সিরাপের দাম হয়েছে ২০ থেকে ৩৫ টাকা। অ্যামলোডিপাইন অ্যাটেনোলোল ৫ মিলিগ্রামের দাম ৬ থেকে ৮ টাকা, ব্রোমাজিপাম ওষুধের দামে নাভিশ্বাস ৩ মিলিগ্রামের দাম ৫ থেকে ৭ টাকা হয়েছে। অ্যাসপিরিন ৭৫ মিলিগ্রামের দাম এক পাতায় ১০ পিসের দাম পড়ত ৫ টাকা, এখন ৮ টাকা হয়েছে। চিকিৎসা মানুষের একটি মৌলিক অধিকার। তবে আমাদের দেশে সে অধিকার সংবিধান নামের বইয়ে আছে, যথার্থ বাস্তবায়ন নেই। ওষুধের মূল্যবৃদ্ধি পাওয়ায় অনেকে অর্থের অভাবে হিমশিম খাচ্ছে। ওষুধ উৎপাদনকারীদের যুক্তি মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে, এ কথা ঠিক। কিন্তু ওষুধের সিংহভাগ কাঁচামাল আসে বিদেশ থেকে। ডলারের বিপরীতে টাকার দাম কমায় তারা বিপাকে পড়েছেন। যেসব কারণে ওষুধের দাম বাড়ছে, সে কারণগুলোর দিকে নজর দিতে হবে সবকিছুর আগে।
শিরোনাম
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
ওষুধের দাম বেড়েছে
বিপাকে পড়েছে গরিব মানুষ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর