জাতীয় ঐকমত্য কমিশনের কাজ এগোচ্ছে শম্ভুকগতিতে। এ কারণেই কমিশন আদৌ ঐকমত্যে আগ্রহী কি না, সে প্রশ্নও দানা বেঁধে উঠছে রাজনৈতিক অঙ্গনে। কমিশনের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর ক্ষোভ যে বাড়ছে, সে বিষয়টি খুবই স্পষ্ট। আর তাতে হতাশাও দেখা দিচ্ছে জনমনে। সংলাপে সময়ক্ষেপণ, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতার প্রবণতায় কমিশন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। আমাদের মতে, ঐকমত্য একটি বিমূর্ত ধারণা। দেশের সব রাজনৈতিক দল কোনো বিষয়ে শতভাগ একমত হবে, তা আশা করা যায় না। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে তাতে সব দল অংশ নিচ্ছে-তা বলারও সুযোগ নেই। সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, এমনটিও বলা যাবে না। সেদিক থেকে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার যে প্রয়াস, তার সীমাবদ্ধতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কমিশন সীমাবদ্ধতার বিষয়টি জেনেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ চালাচ্ছে, সেখানেও সদিচ্ছার অভাব চোখে পড়ার মতো। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কমিশন কি শতভাগ ঐকমত্য চায় নাকি সংখ্যাগরিষ্ঠের, সে সিদ্ধান্ত আগে নিতে হবে। কমিশনের সংলাপে অংশ নিয়ে প্রতিটি বৈঠকেই কোনো না কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হতাশা প্রকাশ করা হয়েছে। বোদ্ধাজনদের অভিমত, এভাবে ঐকমত্য প্রতিষ্ঠায় হাঁটলে কেয়ামত পর্যন্ত সময় লাগবে। কোনো কোনো ইস্যুতে কমিশনের নেতিবাচক মনোভাবের অভিযোগও করেছেন অংশীজনরা। পাশাপাশি কিছু ক্ষেত্রে কমিশন দলগুলোর ওপর একধরনের চাপ দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের যে সংলাপ চলছে, তাতে ৩০টি দল অংশ নিচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশন ১৬৬টি মতামতের ওপর প্রস্তুত করতে চায় তাদের বহুল প্রত্যাশিত ‘জুলাই সনদ’। জুলাই গণ অভ্যুত্থানকারীদের স্বপ্নসাধ রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো থাকবে ওই সনদে। তাতে সব রাজনৈতিক দলের স্বাক্ষর বা অনুমোদন নেওয়া হবে। স্পষ্টভাবে বলা যায়, সদিচ্ছার অভাবই ঐকমত্য প্রতিষ্ঠায় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। দেশের মানুষ সংসদ নির্বাচন তথা রাজনৈতিক সরকারের অপেক্ষায় উন্মুখ। সে প্রত্যাশা পূরণে সময়ক্ষেপণের অপকৌশল এড়াতে হবে সব পক্ষকে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল