লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের মধ্যরজনি শবেবরাত বা লাইলাতুল বরাত আজ। আরবিতে লাইলাতুল শব্দের অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে পুণ্যময় লাইলাতুল বরাত হিসেবে পালন করা হয়। লাইলাতুল বরাতকে মাহে রমজানের মুয়াজ্জিন হিসেবে অভিহিত করা হয়। মহান স্রষ্টা পরম করুণাময়ের কাছে মহিমান্বিত এ রাতে বান্দা পাপ থেকে মুক্তির প্রার্থনা করে। ইহলৌকিক ও পারলৌকিক শান্তির জন্য সর্ব শক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের করুণা চায়। এ মহিমান্বিত রাতে আল্লাহ বান্দার প্রার্থনা শুনতে উš§ুখ থাকেন। তিনি নিজেই চান বান্দা তাঁর কাছে করুণা প্রার্থনা করুক। সত্য, সুন্দর ও কল্যাণের পথে চলার অঙ্গীকারে আবদ্ধ হোক। অসত্য, অসুন্দর ও অকল্যাণ থেকে দূরে থাকার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করুক। শবেবরাতে কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আসকারের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। আমাদের দেশে এ রাতে আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীদের মধ্যে হালুয়া-রুটি, ফিরনি-পায়েস বিতরণের রেওয়াজ রয়েছে। এ রাতকে কেন্দ্র করে অনেকে আলোকসজ্জা, পটকা ফোটানোসহ বেদাত কর্মকাণ্ডে লিপ্ত থাকে। এগুলো শুধু নিন্দনীয়ই নয়, ধর্মীয় দৃষ্টিতেও গুনাহর কাজ। বরকতময় এ রাতের মর্যাদা রক্ষায় মুমিনদের সতর্ক থাকতে হবে। পটকা বা অন্যান্য বাজি ফুটিয়ে যাতে শবেবরাতের পবিত্রতা ক্ষুণ্ন্ন করা না হয়, সে ব্যাপারে সবার সতর্ক থাকা বাঞ্ছনীয়। এ রাতের বরকতে আমরা যাতে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ নিশ্চিত করতে পারি, তা-ই হওয়া উচিত সব বিশ্বাসী মানুষের লক্ষ্য। এ বছর শবেবরাত এমন এক সময় হাজির হয়েছে, যখন দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশবাসী গণতন্ত্রের পথে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে। গাজায় ধ্বংসযজ্ঞ চালাবার পর পরাশক্তির মদতে ইহুদিবাদীরা এ ভূখণ্ডটি গ্রাস করার অপচেষ্টা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন বিশ্বশান্তির জন্য হুমকি সৃষ্টি করেছে। এ পবিত্র রাতে আমরা দেশ, জাতি ও বিশ্বশান্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করব। দেশে গণতন্ত্র ও সব ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠায় তাঁর সাহায্য চাইব। আল্লাহ আমাদের প্রতি তাঁর অশেষ রহমত বর্ষণ করুন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১ জুলাই)
- বিটিভির পর্দায় মাসজুড়ে ‘৩৬ জুলাই
- বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষে থাকা ভারত এখন ৬ষ্ঠ
- বস্ত্র ও পোশাক খাতের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় চায় বিজিএমইএ
- সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : রিজভী
- পুলিশের অস্ত্র অপরাধীদের হাতে
- জুনে বেড়েছে ধর্ষণ-গণপিটুনিতে হত্যা
- ভ্রমণ নিষেধাজ্ঞায় ‘নিস্তেজ’ পর্যটন
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’