গ্রেপ্তার-বাণিজ্য শব্দবন্ধের সঙ্গে পরিচিত দেশের সংবাদপত্র পাঠক। এর নিষ্পেষণে হাড়ে হাড়ে ভোগা পরিবারগুলো জানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ হাতিয়ার সম্পর্কে। দীর্ঘদিন ধরেই নানান রাজনৈতিক কর্মসূচি সামনে রেখে, আইনশৃঙ্খলা রক্ষার নামে বাহিনীর গ্রেপ্তার-বাণিজ্যের অপতৎপরতা লক্ষ করা যেত। আটক ব্যক্তিদের অভিভাবক-স্বজনরা ছুটে গেলে তাদের ভয়ানক পরিণতির ভয়ভীতি দেখিয়ে, যার কাছ থেকে যতটা আদায় করা যায়, তার বিনিময়ে অধিকাংশ ব্যক্তিকেই রাতারাতি ছেড়ে দেওয়া হতো। যারা দাবি পূরণে ব্যর্থ হতো, কিংবা প্রকৃতই অপরাধী- তাদের আদালতে পাঠানো হতো। অস্ত্র বা মাদক হাতে ধরিয়ে দিয়ে আটকের ঘটনা ঘটেছে অসংখ্য। এই গ্রেপ্তার-বাণিজ্যের শিকার হয়েছে দেশের অনেক পরিবারই। দীর্ঘদিনের যেসব অপচর্চা পুলিশের ভাবমূর্তি পচিয়েছে- এটা তারই একটা। এখন আলোচনায় এসেছে ভয়ংকর মামলা-বাণিজ্য চক্র। গতকাল বাংলাদেশ প্রতিদিনের খবর- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটা হত্যা মামলার বাদী স্বীকার করেছেন, এজাহারভুক্ত অধিকাংশ আসামিকেই তিনি চেনেন না। এর মধ্যে ভুক্তভোগী তিনজন তাকে মামলা তুলে নিতে অনুরোধ করলে, একপর্যায়ে তিনি ছয় কোটি টাকা দাবি করেন। জুলাই গণ অভ্যুত্থানের পর মামলা-বাণিজ্যের এটা একটা উদাহরণ। অশুভ চক্র ধনাঢ্য ব্যবসায়ী, ঠিকাদার, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষকে আসামি করে কোটি কোটি টাকা লুটের মিশনে নেমেছে। চাঁদাবাজি, পূর্বশত্রুতা ও রাজনৈতিক প্রতিহিংসার কারণেও মানুষকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর সঙ্গে অসৎ আইনজীবী ও পুলিশের একটা অংশও জড়িত বলে অভিযোগ। একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও মামলা-বাণিজ্যের এই চক্রের তথ্য উঠে এসেছে। এতে প্রকৃত মামলাগুলো গুরুত্ব হারাবে। বিচারব্যবস্থায় জট পাকাবে। আইন, বিচার, প্রশাসন- সব বিভাগের ওপর ফের মানুষের আস্থাহীনতা সৃষ্টি হবে। যা চূড়ান্ত অনভিপ্রেত। ফলে মতলবি মামলার দ্রুত তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের দায়মুক্তি দেওয়া এবং মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ আমাদের।
শিরোনাম
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
মামলাবাণিজ্য
প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর