অল্পের জন্য রক্ষা পেলেন বিমানের ৭১ জন যাত্রী। কক্সবাজার থেকে ওড়ার পর উড়োজাহাজের একটা চাকা খুলে পড়ে যায়। তবে শেষ পর্যন্ত ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করে বিমানটি। আরোহীদের কারও ক্ষতি হয়নি। এ সফল অবতরণের জন্য পাইলটদের সাধুবাদ জানাই। এর আগে এমন আরেকটা ঘটনা ঘটনা ঘটেছিল ২০১৭ সালের ২৫ অক্টোবর। সেদিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ওড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমানের ঢাকাগামী ফ্লাইটের একটা চাকা খুলে পড়ে যায়। এবারের ঘটনা ঘটে শুক্রবার দুপুরে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি অবহিত করে জানান, তিনি জরুরি অবতরণ করতে চান। দ্রুত সব প্রস্তুতি নেওয়া হয়। তৈরি রাখা হয় ফায়ার সার্ভিসের দল। বিমানটি নিরাপদে নেমে আসে। পরে কর্তৃপক্ষ জানায়, বিমানের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। তারা এ নিয়ে তদন্ত কমিটিও করতে পারে। যার রিপোর্ট কখনো আলোর মুখ দেখবে কি না, তার নিশ্চয়তা নেই। আসলে সমস্যাটা বিমানের পেশাদারত্ব ও জবাবদিহিতে। এটা স্পষ্টত কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতাজনিত মহাবিপর্যয়। এ ঘটনার মধ্য দিয়ে রক্ষণাবেক্ষণ ও প্রকৌশল বিভাগের গাফিলতি স্পষ্ট। যেখানে মানুষের জীবন-মরণের প্রশ্ন, সেখানে ওই অবহেলা অমার্জনীয়। এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মাত্র কয়েক মাস আগেই বিমানের প্রকৌশলীদের বয়সসীমা ও সুযোগসুবিধা বাড়ানো হয়েছে। এখন যেখানে তাদের আরও দক্ষতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য সম্পাদন করার কথা, সেখানে তাদের গাফিলতিতে আকাশে চাকা খুলে পড়ছে। এ দুর্ভাগ্য বিমানের ভাবমূর্তিতে নিশ্চিত নেতিবাচক প্রভাব ফেলবে। গত ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে ভেঙে পড়া বা পচন ধরা যেসব ক্ষেত্র সংস্কারের কাজ চলছে, সে তালিকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকেও অন্তর্ভুক্ত করা হোক। প্রয়োজনে এর পুরো খোলনলচে বদলে সৎ, দক্ষ ও দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করুন। মানুষের অমূল্য জীবন এবং মূল্যবান জাতীয় সম্পদ রক্ষার স্বার্থেই এটা জরুরি।
শিরোনাম
- মধ্যরাতে চবি এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ
- সামাজিক মাধ্যমে ট্রাম্পের মৃত্যুর গুজব
- চবিতে প্রকৌশল শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মশাল মিছিল
- এলডিসি গ্র্যাজুয়েশন বিতর্কে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
- বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেব না: নওশাদ
- নামাজ শেষে ঘরে বসা অবস্থায় গৃহবধূ খুন
- মানিকগঞ্জ পৌরসভায় রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- কুমিল্লা নগরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
- যশোর মণিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
- চার বছর পর শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল, মুন্সিগঞ্জে উদ্বোধন
- সাবমেরিন ক্যাবল ছিঁড়ে ৫ দিন ধরে বিদ্যুতবিহীন মেহেন্দিগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
- মুক্তিপণের টাকা পরিশোধ করে বাড়ি ফিরেছে অপহৃত সাত জেলে
- সাবেকদের অনুপ্রেরণায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে উদ্যোগ
- জাকসু নির্বাচনে নতুন তিনটি প্যানেলের আত্মপ্রকাশ
- শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- বিমানবন্দর সড়কের ৭ অংশে রবিবার চালু হচ্ছে সিগন্যাল ব্যবস্থা
- স্বর্ণের দাম আরও বাড়লো
- চবিতে শহীদ তরুয়া-ফরহাদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবলের ট্রফি উন্মোচন