বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে বোমা থাকার উড়ো ফোন আসে। অজ্ঞাত ফোনকল পেয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হুলুস্থুল পড়ে যায়। বিমান চলাচল কর্তৃপক্ষ কাঠমান্ডুগামী বিজি ৩৭৩ ফ্লাইটটির যাত্রা স্থগিত ঘোষণা করে। রানওয়ে থেকে যাত্রীসমেত উড়োজাহাজটি টারমাকে ফেরত আনা হয়। যাত্রামুহূর্তে আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে এনে পুরো এয়ারক্রাফট তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। বোমা হুমকির এ ঘটনা শুক্রবার বিকালের। নিরাপত্তাকর্মীরা কোনো বোমার হদিস না পাওয়ায় রাতে বিমানের ফ্লাইটটি যাত্রী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। এদিকে অজ্ঞাত ফোনকলের সূত্র ধরে গোয়েন্দারা অনুসন্ধানে নামার পর এ ঘটনার এক চাঞ্চল্যকর তথ্য সামনে চলে এসেছে। যুবক ছেলের পরকীয়া ঠেকাতে তার মা, স্ত্রী ও বন্ধু এ কাণ্ড ঘটিয়েছেন। গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে বেরিয়ে এসেছে ইমন নামে এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি তার মা রাশেদা বেগম ও স্ত্রী তাহমিনা জানতে পারেন। তারা ইমনের বন্ধু ইমরানকে ঘটনা জানান। ইমরানের পরামর্শে ছেলের কাঠমান্ডু যাত্রা আটকাতে মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে বলে ভুয়া তথ্য দেন। অচেনা ফোন নম্বর থেকে বোমা থাকার হুমকিতে গোটা বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মা এই অপরাধমূলক কাণ্ড করলেও শেষ পর্যন্ত আটকাতে পারেননি ছেলের প্রেমিকাসহ কাঠমান্ডু যাওয়া। তারা ঠিকই কাঠমান্ডু চলে গেছেন ওই ফ্লাইটে। এ ঘটনায় রাশেদা বেগম, তাহমিনা ও ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে র্যাব জানতে পেরেছে, এই বোমা আতঙ্ক সৃষ্টির পেছনে রয়েছে পারিবারিক দ্বন্দ্ব। তবে কর্তৃপক্ষ ভুয়া হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে। প্রকৃতই কারা এ ঘটনার পেছনে রয়েছে এবং তাদের উদ্দেশ্যই বা কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। যাত্রী ইমনের মা, স্ত্রী ও বন্ধু নিঃসন্দেহে গর্হিত কাজ করেছেন। তারা বিষয়টিকে ছেলেখেলা ভেবেছেন। অথচ এ ঘটনায় দেশের ও জাতীয় এয়ারলাইনসের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আর ভবিষ্যতে যেন কোনোভাবে এর পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিমানযাত্রীদের মধ্যে বোমা আতঙ্ক সৃষ্টির এ ঘটনাকে নিছক একটি পারিবারিক বিষয় হিসেবে হালকা করে দেখার কোনো অবকাশ নেই।
শিরোনাম
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০
- ফের দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
- ছাত্রদলের নতুন কর্মসূচি
- যৌন হয়রানি: শিক্ষকের শাস্তি না হওয়ায় নিজেকে জ্বালিয়ে দিলেন ছাত্রী
- সিনেমার প্রভাবে কেরালার স্কুলে আর নেই ব্যাকবেঞ্চার
- 'আর্থিক সংকটে' বন্ধ আল জাজিরা বলকানসের সম্প্রচার
- যশোরে যুবককে কুপিয়ে হত্যা
- পেন বাংলাদেশের নেতৃত্বে সামসাদ মোর্তুজা ও জাহানারা পারভীন
- দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে: মির্জা আব্বাস
- হবিগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
- খুতবার সময় হামলা, খতিব শঙ্কামুক্ত, হামলাকারী জেলহাজতে
- দেড় মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত
- সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কী করল-প্রশ্ন রুমিন ফারহানার
- ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
- আইনশৃঙ্খলার অবনতি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল
- ২০৩০ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে নাম প্রত্যাহার মালাগার
- কুমিল্লায় চার মামলার আসামি গ্রেফতার
- ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইনামুল হাসান গ্রেফতার
- কলাপাড়ায় দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের, কৃষকরা পড়েছেন সংকটে
- জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে : আমীর খসরু
বিমানে বোমা আতঙ্ক
সৃষ্টির পেছনে এক মায়ের উতলাপনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর