মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

জেনে নিন

১.   কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না?

     ক. কঠিন মাধ্যম    

     খ. বায়বীয় মাধ্যম

     গ. তরল মাধ্যম    

     ঘ. ভ্যাকিউয়াম

২.   সাধারণ বা ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনির জন্য শব্দ উৎস ও প্রতিফলকের দূরবর্তী দূরত্ব কত হতে হয়—

     ক. ১৬.৬ মিটার  খ. ১৮.৬ মিটার

     গ. ২৬.৪ মিটার  ঘ. ১৪.৪ মিটার

৩.   চলার সঙ্গে প্রতিস্থাপকের উপস্থিতি বা খাদ্যবস্তুর অবস্থা নির্ণয়ে বাদুড় ব্যবহার করে—

     ক. শব্দোতর শব্দ          খ. শ্রাব্যতার তরঙ্গ

     গ. শব্দোত্তর শব্দ    

     ঘ. সবগুলো

৪.   টেপ রেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?

     ক. সিরামিক চুম্বক খ. স্থায়ী চুম্বক

     গ. সংকর চুম্বক ঘ. অস্থায়ী চুম্বক

৫.   সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চারদিকে পরিভ্রমণ করছে— এই তত্ত্ব দিয়েছিলেন কে?

     ক. গ্যালিলিও   খ. কেপলার

     গ. কোপারনিকাস  ঘ. আইনস্টাইন

৬.   চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে?

     ক. ৮ মিনিট ২০ সেকেন্ড    খ. ৮ মিনিট ৩২ সেকেন্ড

     গ. ৭ মিনিট ১৯ সেকেন্ড    ঘ. ১ মিনিট ২০ সেকেন্ড

৭.   সবচেয়ে ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ কোনটি?

     ক. বুধ        খ. শুক্র  

     গ. বৃহস্পতি  ঘ. শনি

৮.   বায়ুর প্রধান দুইটি উপাদান হলো—

     ক. অক্সিজেন ও নাইট্রোজেন

     খ. অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড

     গ. অক্সিজেন ও হাইড্রোজেন

     ঘ. অক্সিজেন ও কার্বন মনো অক্সাইড

৯.   উদ্ভিদ কার্বন ও অক্সিজেন কোথা থেকে সংগ্রহ করে?

     ক. মাটি থেকে খ. পানি থেকে

     গ. ধাতব পদার্থ থেকে

     ঘ. বায়ু থেকে

 

উত্তরমালা : ১.ঘ ২.ক ৩.গ ৪.ক ৫.গ ৬.ঘ ৭.ক ৮.ক  ৯.ঘ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর