সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
সাধারণ বিজ্ঞান

নবম-দশম শ্রেণির পড়াশোনা

কাজী ইস্কান্দার আলী

নবম-দশম শ্রেণির পড়াশোনা

সৃজনশীল প্রশ্ন

 

১.   স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?

     ক. ৫ সেমি   খ. ১০ সেমি    

     গ. ২৫ সেমি  ঘ. ৫০ সেমি

২.   রেটিনা যে সকল স্নায়ুতন্তু দ্বারা গঠিত তার নাম কী?

     ক. রড ও কোন     খ. সিলিয়ারি

     গ. সাসপেন্সরী ঘ. কোনোটিই নয়

৩.   বস্তু যত দূরে থাকে—

     ক. বীক্ষণ কোণ তত ছোট হয়

     খ. প্রতিফলন কোণ তত ছোট হয়

     গ. প্রতিসরণ কোণ তত ছোট হয়

     ঘ. আপতন কোণ তত ছোট হয়

     নিচের চিত্র থেকে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :

৪.   কোন স্তরে শিলাচূর্ণ থাকে?

     ক. X স্তরে   খ Y স্তরে

     গ. Z স্তরে   ঘ. Z স্তরের নীচে

৫.   সবচেয়ে উপরের স্তরের মাটিতে ভালো ফসল হওয়ার কারণ হলো, এ মাটিতে—

     ক. জৈব পদার্থ থাকে খ. খনিজ উপাদান থাকে

     গ. শিলাচূর্ণ বিদ্যমান ঘ. অণুজীব থাকে

৬.   জলবায়ুর পরিবর্তনের ফলে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে আবার কোন অঞ্চলে বৃষ্টিপাত একেবারেই কমে কী সৃষ্টি করে?

     i. সাইক্লোন     ii.  ভূমিকম্প     iii. খরা

     নিচের কোনটি সঠিক?

     ক.  i     খ. ii     গ. iii    ঘ. i, ii ও iii

৭.   IPCC অর্থ নিচের কোনটি?

     ক. Intergovernmental panel on climate change

     খ. International Panel on climate change

     গ. Intergovernmental Paper on climate change

     ঘ. International Paper on climate change

৮.   নিচের কোনটি নিয়ন্ত্রণ ইউনিটের কাজ?

     ক. সমস্যা সমাধান      খ. তথ্য প্রদান

     গ. বিভিন্ন কাজের সমন্বয়   ঘ. তথ্য সংরক্ষণ

৯.   বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বার্তা সেকেন্ডের মধ্যে প্রেরণ ও গ্রহণের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?

     ক. ফ্যাক্স    খ. ই-মেইল   

     গ. ডায়োড   ঘ. কম্পিউটার

     নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও :

     2N বলে একটি বস্তুকে ৪ মি/সে২ ত্বরণে মেঝেতে ছুঁড়ে দেওয়া হলো। বস্তুটি কিছু দূর যাওয়ার পর থেমে গেল।

১০. বস্তুর ভর কত?

     ক. 200gm   খ.  400gm

     গ. 500gm   ঙ. 750gm

১১. কোন বলের কারণে বস্তুটি থেমে গেল?

     ক. ঘর্ষণ বল  খ. মহাকর্ষ বল

     গ. চৌম্বক বল ঘ. তাড়িত চৌম্বক বল

১২. সাধারণত ব্যাটারির কয়টি অংশ থাকে—

     ক. ১টি    খ. ২টি     গ. ৩টি    ঘ. ৪টি

১৩.  তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে বলে—

     ক. তড়িৎ  প্রলেপন   খ. তড়িৎ মুদ্রণ

     গ. তড়িৎ বিশ্লেষ্য    ঘ. তড়িৎ বিশ্লেষণ

১৪.  ফ্যাক্স কত সালে আবিষ্কৃত হয়?

     ক. ১৯৪২  খ. ১৮৪২   গ. ১৮৫২  ঘ. ১৯৫২

১৫.  অডিও সংকেতের উৎস নিচের কোনটি?

     ক. শব্দ    খ. তরঙ্গ  গ. বাতাস    ঘ. যন্ত্র

১৬.  কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে—

     ক. সংখ্যা   খ. গণনাকারী গ. ছবি   ঘ. চিহ্ন

১৭.  কম্পিউটারের প্রাণ বলা হয় কোনটিকে?

     ক. মনিটর    খ. সিপিইউ

     গ. হার্ডওয়্যার  ঘ. সফটওয়্যার

১৮.  উদ্ভিজ আমিষ কোনটি?

     ক. মাছ     খ. মাংস      গ. দুধ      ঘ. ডাল

১৯. কোন খাদ্যে পর্যাপ্ত আমিষ নাই?

     ক. মসুর ডাল খ. আনারস

     গ. দুধ      ঘ. মাংস

২০.  স্টার্চ এর প্রধান উৎস—

     i. ধান      ii. গম      iii. ভুট্টা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. ii ও iii 

     গ. i ও iii   ঘ. i, ii ও  iii

২১.  পানি নিষ্কাশনের সুবিধার জন্য কংক্রিটের বদলে নিচের কোন পদার্থটি ব্যবহার করা যায়?

     ক. গ্রাভেল (ত্ধোবষ)

     খ. স্যান্ডস্টন (ঝধহফংঃড়হব)

     গ. লোহা  ঘ. কোয়ার্টজ (ছাধত্ঃু)

২২.  নিচের কোনটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সাথে সংশ্লিষ্ট নয়?

     ক. বৃষ্টিপাত      খ. প্রাকৃতিক দুর্যোগ

     গ. মিঠাপানিতে লবণাক্ততা  ঘ. এসিড বৃষ্টি

২৩.  নিচের কোন পানির উৎস হুমকি নয়?

     ক. পরিকল্পিত নগরায়ন  খ. নদীভাঙন

     গ. নদীর গতি পরিবর্তন ঘ. বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

২৪.  কোন তন্তু দ্বারা তৈরিকৃত পোশাক গায়ে দিলে গরম বোধ হয়?

     ক. রেশম   খ. পশম   গ. সূতা     ঘ. রেয়ন

২৫. প্লাস্টিক শব্দের অর্থ কী?

     ক. অনেক      খ. স্থিতিস্থাপক

     গ. সহজে ছাঁচযোগ্য  ঘ. তাপসংবেদী

২৬.  পাতা ছাড়ানো পাটগাছ কতদিন পানিতে পচানো হয়?

     ক. ৫-১০ দিন খ. ১০-১২ দিন

     গ. ১০-১৫ দিন     ঘ. ১৫-২০ দিন

২৭.  কিশমিশ, খেঁজুর পেঁপে—

     i. এক ধরনের ফলমূল ii. অম্লধর্মী

     iii. এসিডিটি কমাতে সাহায্য করে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  খ. ii   গ. ii ও iii  ঘ. i ও iii

২৮. পালং শাক, পুঁইশাক

     i. ক্ষারীয় ধর্মীয়  ii. এসিডিটি নিষ্ক্রিয় করতে পারে

     iii. এসিডিটি কমাতে সাহায্য করে

     নিচের কোনটি সঠিক?

     ক. i   খ. ii    গ. i ও ii    ঘ. i, ii ও iii

     নিচের অনুচ্ছেদটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :

     অভিষেক ঢাকা হতে মানিকগঞ্জ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে তার বন্ধুর মারাত্মক রক্তক্ষরণ হয়। ফলে রক্তের প্রয়োজন। বন্ধুর রক্ত পরীক্ষা ছাড়াই অভিষেক বলল  আমি রক্ত দিতে পারব।

২৯.  অভিষেকের রক্তের গ্রুপ কী ছিল?

     ক. A      খ. B     গ. AB     ঘ. O

৩০.  রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই?

     ক. O2   খ. CO2   গ. Cl2   ঘ. N2

৩১.  রক্তরসে কত ভাগ পানি থাকে?

     ক. প্রায় ৭০% খ. প্রায় ৮০%

     গ. প্রায় ৯০% ঘ. প্রায় ৬০%

৩২.  রক্ত কণিকাগুলো প্রধানত কত প্রকার?

     ক. দুই     খ. তিন    গ. চার     ঘ. পাঁচ।

 

উত্তরমালা : ১.গ ২.ক ৩.ক .৪.গ ৫.ক ৬.গ ৭.ক ৮.গ ৯.খ ১০.গ ১১.ক ১২.গ ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.ঘ ১৮.ঘ ১৯.খ ২০.ঘ ২১.ক ২২.ঘ ২৩.ক ২৩.খ ২৪.খ ২৫.গ ২৬.গ ২৭.ঘ ২৮.ঘ ২৯.ঘ ৩০.ঘ ৩১.গ ৩২.খ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর