শিরোনাম
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

মেহেরুন্নেসা খাতুন

দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

(পূর্ব প্রকাশের পর)

১১.

            ক. মুসলিম লীগ গঠিত হয় কত সালে?

            খ. লাহোর প্রস্তাব কী?

            গ. ওপরের ছবিটি বাংলাদেশের কোন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।

            ঘ. এ আন্দোলনের চেতনাই আমাদের মুক্তিযুদ্ধে সফলতা এনে দিয়েছে—উক্তিটির সপক্ষে তোমার মতামত দাও।

বহুনির্বাচনী প্রশ্ন

১.         পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র রয়েছে?

            ক. ২০৬টি            খ. ২০৭টি

            গ. ৪০৭টি            ঘ. ৪০৮টি।

২.         নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি রয়েছে?

            ক. ১টি    খ. ২টি     গ. ৩টি    ঘ. ৪টি

৩.         অধিকার কত প্রকার?

            ক. ২ প্রকার          খ. ৩ প্রকার

            গ. ৪ প্রকার           ঘ. ৫ প্রকার।

৪.         আইনকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

            ক. ১ ভাগে            খ. ২ ভাগে

            গ. ৩ ভাগে            ঘ. ৪ ভাগে

৫.         ‘ল অব দ্য কনস্টিটিউশন’ কার আইন?

            ক. অধ্যাপক ডাইসির           

            খ. ব্ল্যাক স্টোনের

            গ. কার্ল মার্কসের

            ঘ. হেরোডোটাসের

৬.         পৌরনীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয়ভাগে ভাগ করা যায়?

            ক. ১ ভাগে            খ. ২ ভাগে

            গ. ৩ ভাগে            ঘ. ৪ ভাগে

৭.         কোন দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি বিদ্যমান রয়েছে?

            ক. ভারতে            খ. বাংলাদেশে

            গ. চীনে   ঘ. নেপালে

৮.         ‘ম্যাগনাকার্টা’ কোন সালে প্রণীত হয়?

            ক. ১০১০ সালে      খ. ১০১৫ সালে

            গ. ১১১৫ সালে      ঘ. ১২১৫ সালে

৯.         বাংলাদেশের সংবিধান কোন সালে প্রণীত হয়?

            ক. ১৯৭১ সালে      খ. ১৯৭২ সালে

            গ. ১৯৭৫ সালে      ঘ. ১৯৮০ সালে

১০.       সংশোধনীর ভিত্তিতে সংবিধানকে কয়ভাগে ভাগ করা যায়?

            ক. ২ ভাগে            খ. ৩ ভাগে

            গ. ৪ ভাগে            ঘ. ৫ ভাগে

১১.        বাংলাদেশ সংসদের মেয়াদ কত বছর?

            ক. ৩ বছর            খ. ৪ বছর

            গ. ৫ বছর            ঘ. ৬ বছর

১২.        বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?

            ক. ১৯৭১ সালে      খ. ১৯৭২ সালে

            গ. ১৯৭৩ সালে      ঘ. ১৯৭৪ সালে

১৩.       বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?

            ক. সচিব খ. মন্ত্রী

            গ. প্রধানমন্ত্রী          ঘ. রাষ্ট্রপতি

১৪.       বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কেন্দ্রবিন্দু কোনটি?

            ক. জেলা খ. মন্ত্রণালয়

            গ. সচিবালয়          ঘ. উপজেলা

১৫.       ‘আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয় কত সালে?

            ক. ১৯৪৮ সালে      খ. ১৯৪৯ সালে

            গ. ১৯৫০ সালে      ঘ. ১৯৭১ সালে

১৬.        প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে কী বলে?

            ক. ভোট   খ. প্রথা

            গ. সংবিধান          ঘ. নির্বাচন

১৭.       নির্বাচন কত প্রকার?

            ক. ১ প্রকার          খ. ২ প্রকার

            গ. ৩ প্রকার           ঘ. ৪ প্রকার

১৮.       বাংলাদেশের জাতীয় সংসদে কতটি সংরক্ষিত আসন রয়েছে?

            ক. ৫০টি খ. ৬০টি

            গ. ৭০টি ঘ. ৮০টি

১৯.        বাংলাদেশে পার্বত্য জেলা কয়টি?

            ক. ১টি     খ. ২টি    গ. ৩টি    ঘ. ৪টি

২০.       একটি ইউনিয়ন কয়টি ওয়ার্ডে বিভক্ত?

            ক. ৭টি    খ. ৮টি   গ. ৯টি   ঘ. ১০টি

২১.        বাংলাদেশে সর্বমোট কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে?

            ক. ৪৫৫০টি          খ. ৫৫৫০টি

            গ. ৬৬৫০টি           ঘ. ৭০০০টি

২২.        বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?

            ক. ড. কামাল হোসেন

            খ. ড. মোতাহের হোসেন

            গ. আলী আকবর খান

            ঘ. সৈয়দা মুর্শিদা হক

২৩.       VGF-এর পূর্ণরূপ কী?

            ক. Vulnerable group Feeding

            খ. Value group Feeding

            গ. Vaccine group Feeding

            ঘ. Vulnerable group Field

২৪.       ‘লাহোর প্রস্তাব’ এর অপর নাম কী?

            ক. পাকিস্তান প্রস্তাব

            খ. মুসলিম লীগ

            গ. দ্বিজাতি তত্ত্ব       ঘ. সন্ত্রস্ত প্রস্তাব

২৫.       আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?

            ক. ২১ ফেব্রুয়ারি     খ. ২৬ মার্চ

            গ. ৭ এপ্রিল          ঘ. ১৬ ডিসেম্বর

২৬.        কোনটি সমাজের বৈশিষ্ট্য?

            i. বহু লোকের সংঘবদ্ধ বসবাস

            ii. সংঘবদ্ধতার পেছনে থাকবে সাধারণ উদ্দেশ্য

            iii. ঐক্য ও পারস্পরিক সহযোগিতা

            নিচের কোনটি সঠিক?

            ক. i       খ. i, ii

            গ. i, iii ঘ. i, ii ও iii

২৭.       কোনটি সুনাগরিকের বৈশিষ্ট্য?

            i. বুদ্ধি     ii. বিবেক    iii. নির্ভরশীলতা

            নিচের কোনটি সঠিক?

            ক. i খ. i, ii  গ. i, iii   ঘ. i, ii ও iii

২৮.       উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কোনটি?

            i. সুস্পষ্ট ii. অপরিবর্তনশীল

            iii. সংক্ষিপ্ত

            নিচের কোনটি সঠিক?

            ক. i খ. i, ii  গ. i, iii   ঘ. i, ii ও iii

            অনুচ্ছেদটি পড় এবং নিচের ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

            রাসেল ক নামক একটি দেশে বাস করে। তার রাষ্ট্রে সাধারণ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের ভোটে সরকার প্রধান নির্বাচিত হয়।

২৯.        ‘ক’ নামক রাষ্ট্র কী ধরনের রাষ্ট্র?

            ক. পুঁজিবাদী রাষ্ট্র    খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র

            গ. গণতান্ত্রিক রাষ্ট্র    ঘ. একনায়কতান্ত্রিক রাষ্ট্র

৩০.       ‘ক’ নামক রাষ্ট্রের শাসন ব্যবস্থার গুণ কোনটি?

            i. দায়িত্বশীল শাসন

            ii. বিপ্লবের সম্ভাবনা কম

            iii. সাম্য ও সমঅধিকারের প্রতীক

            নিচের কোনটি সঠিক?

            ক. i       খ. ii, iii

            গ. i, ii   ঘ. i, ii ও iii

 

উত্তরমালা: ১.ক ২.খ ৩.ক ৪.গ ৫.ক ৬.খ ৭.ক ৮.ঘ ৯.খ ১০.ক ১১.গ ১২.ক ১৩.ঘ ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.খ ১৮.ক ১৯.গ ২০.গ ২১.ক ২২.ক ২৩.ক ২৪.ক ২৫.ক ২৬.ঘ ২৭.খ ২৮.গ ২৯.গ ৩০.ঘ।

সর্বশেষ খবর