বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

শৈশবের ঈদ ছিল শান্তির এখন অনেকটাই ফ্যাশন

শাহ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান, বিএনপি

শৈশবের ঈদ ছিল শান্তির এখন অনেকটাই ফ্যাশন

শৈশব-কৈশোরের ঈদে যে শান্তিময় পরিবেশ ছিল, এখন আর তা দেখা যায় না। এখনকার ঈদ অনেকটাই ফ্যাশনে পরিণত হয়েছে। খুন-খারাবি, ধর্ষণ, হামলা-মামলা, লুটপাট, জালিয়াতি কী জিনিস আমরা বুঝতাম না। ওই সময়ের ঈদে ধর্মীয় ভাবাবেগ ছিল। প্রকৃতির নির্মলতায় ছিল আনন্দ উৎসব। এখন সব কিছুই মনে হয় আর্টিফিশিয়াল হয়ে গেছে। আজ চারদিক অনাচার-অবিচারে ভরে গেছে। কোথাও শান্তি নেই। যাদের অবৈধ টাকা আছে, তারা টাকা দিয়েই ঈদকে উপভোগ করার চেষ্টা করছেন। আবার যারা গরিব-দুস্থ তারাও নিজেদের মতো করে ঈদ উদযাপন করছেন। দুই পক্ষের ঈদের মধ্যে আলাদা আনন্দ রয়েছে। শৈশবেই আমি আমার মাকে হারিয়েছি। তাই চাচা-চাচিসহ নিকটাত্দীয়রা আমাকে খুব আদর করতেন। নতুন নতুন জামা পেতাম। ঈদের দিন বকশিশও দিতেন। খুব আনন্দ পেতাম। ওই আনন্দের কোনো তুলনা হয় না। এখন আমি বয়োবৃদ্ধ। স্ত্রীও মারা গেছেন। তার পরও পরিবার-পরিজন নিয়ে ঈদে আনন্দ পেতে চেষ্টা করি। আমার ৮০ বছর বয়সের মধ্যে ২০ বছরই কেটেছে জেলে। সেখানেও ঈদের এক ধরনের আনন্দ পেয়েছি।

 

সর্বশেষ খবর