বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রেডিও আম্বারের উদ্বোধন আজ

শোবিজ প্রতিবেদক

দেশের প্রথম ক্লাসিফাইড এফএম স্টেশন রেডিও আম্বার আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। এ জন্য আয়োজন করা হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের। গুলশানে রেডিওটির নিজস্ব অফিসে বিকালে এর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। ইতিমধ্যে এ রেডিওর সঙ্গে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের তিন কিংবদন্তি শিল্পী সৈয়দ আবদুল হাদী, রফিকুল আলম ও আবিদা সুলতানা। রেডিওটির পরিচালক (অনুষ্ঠান) হিসেবে দায়িত্ব নিয়েছেন আর জে ও অভিনেত্রী নওশীন। তিনি বলেন, ‘আমরা শুধু বাংলা সংস্কৃতি, বাংলা চিরায়ত সংগীত বাংলা গানের সংমিশ্রণে অনুষ্ঠান প্রচার করব। সব সময় এখানে কেবল বাংলা গান চলবে। এক্ষেত্রে ৬০ দশক থেকে ৯০ দশকের হারিয়ে যাওয়া জনপ্রিয় গানগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হবে। আশা করছি আমাদের অনুষ্ঠানমালা সবার ভালো লাগবে।

সর্বশেষ খবর