Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০

কঙ্গনার ফ্লপ বছর

শোবিজ ডেস্ক

কঙ্গনার ফ্লপ বছর

বছরটা কঙ্গনার ভালো যায়নি। পরপর দুটি ছবি ফ্লপ। জড়িয়েছেন ঝগড়া-বিবাদ আর বিতর্কে। এতে কঙ্গনা রানাওয়াত খবরের শিরোনামে থাকলেও বছর শেষে হিসাব মেলাতে গিয়ে দেখেন, নিজের অভিনয় জীবনের যে ক্ষতি হয়েছে, তা তাকে প্রায় বেকার করে দিয়েছে। কঙ্গনার ভাষায়, বাণিজ্যিক দিক থেকে এ বছর তার খারাপ কেটেছে। একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।


আপনার মন্তব্য