বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আজীবন সম্মাননায় সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আবদুল হাদী

শোবিজ প্রতিবেদক

আজীবন সম্মাননায় সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আবদুল হাদী

প্রথমবারের মতো এটিএন বাংলা প্রবর্তন করতে যাচ্ছে ‘এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড’। দেশের টেলিভিশন, সংগীত, নৃত্য এবং চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ ভূমিকা বিবেচনাপূর্বক এই পুরস্কার দেওয়া হবে। আজ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রীতে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের দুজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। বরেণ্য এই দুই ব্যক্তিত্ব হলেন সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আবদুল হাদী। এ ছাড়া এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করা হবে সংগীতশিল্পী মমতাজ বেগম এমপি এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-কে। এখন থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুস্তাফা জামান আব্বাসী, গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ খুরশীদ আলম, ইমদাদুল হক মিলন, আনিসুল হক, দিলারা জামান, আমজাদ হোসেন, ফাতেমা তুজ জোহরা, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়ক সোহেল রানা প্রমুখ।

এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদানের সঙ্গে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, পূর্ণিমা, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নৃত্যশিল্পী চাঁদনী, ইভান ও তার দল। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী কনকচাঁপা, আঁখি আলমগীর, ইমরান প্রমুখ। নবিলা এবং নিরবের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, সেলিম দৌলা খান, আসলাম শিকদার এবং আবদুস সাত্তার।

অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

সর্বশেষ খবর