Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৭ মে, ২০১৮ ০০:১৪

স্টার সিনেপ্লেক্সে ‘ডেডপুল ২’

শোবিজ প্রতিবেদক

স্টার সিনেপ্লেক্সে ‘ডেডপুল ২’

আবার দর্শকদের সামনে আসছে ডেডপুল। ২০১৬ সালে মুক্তি পাওয়া মার্ভেল কমিকসের এই সুপারহিরো ছবির কথা দারুণভাবেই মনে থাকার কথা হলিউডের সিনেমাপ্রেমীদের। ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে রীতিমতো চমক সৃষ্টি করেছিল ছবিটি। বক্স অফিস কাঁপানো সেই সাফল্যের রেশ রয়ে গেছে এখনো। এর মধ্যেই হাজির দ্বিতীয় কিস্তি। ১৮ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘ডেডপুল ২’। তবে চমকপ্রদ খবর হলো, আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই অর্থাৎ ১৭ মে ঢাকার  স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

আগের ছবির পরিচালক হিসেবে টিম মিলার কাজ করলেও এবারের ছবি পরিচালনা করছেন ডেভিড লেইচ।

 


আপনার মন্তব্য