বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাঁচতে চান সুরুজ বাঙালি

শোবিজ প্রতিবেদক

বাঁচতে চান সুরুজ বাঙালি

জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি ভালো নেই। হৃদরোগে ভোগার কারণে দীর্ঘদিন অভিনয় করতে পারছেন না তিনি। অর্থের অভাবে ওপেন হার্ট সার্জারি করাতে পারছেন না। চিকিৎসা দূরে থাক, অর্থের অভাবে পরিবার নিয়ে বেশিরভাগ সময় উপোস থাকতে হয় তাকে।  ২০০৩ সালে হার্টে ব্লক ধরা পড়লে ওই বছরই ২টি এবং ২০১৫ সালে ১টি রিং পরানো হয়। এরপর কিছুদিন ভালো থাকলেও আবার হৃদরোগের সমস্যা শুরু হয় তার। ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. মামুনুজ্জামান সুরুজ বাঙালিকে দ্রুত ওপেন হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। এই ব্যয়বহুল চিকিৎসার সামর্থ্য তার নেই বলে তিনি এখন ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছেন। তার সতীর্থরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রবান্ধব একজন ব্যক্তিত্ব। অসহায় শিল্পীদের সহযোগিতায় সর্বদা পাশে দাঁড়ান তিনি। প্রধানমন্ত্রীই পারেন এই জনপ্রিয় কৌতুক অভিনেতাকে আর্থিক সহযোগিতা দিয়ে বাঁচাতে। ১৯৭৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় চার শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। বিটিভির তালিকাভুক্ত শিল্পীও তিনি। মঞ্চেও কাজ করেছেন প্রচুর। তার একমাত্র পুত্র প্লাটুন বাঙালি পড়াশোনা করেও বেকার। স্ত্রী-সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি। প্রধানমন্ত্রীর সহযোগিতায় তিনি এখন বাঁচতে চান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর