‘শাকিব-বুবলী জুটি বেঁধে বেশ কটি ছবিতে অভিনয় করেছেন। দর্শক এই জুটিকে সাদরে গ্রহণও করেছে। তবে এতদিন তারা স্বাভাবিক ও চেনাজানা চেহারায়ই বড় পর্দায় হাজির হয়েছেন। এবার তারা একবারেই পাল্টে যাচ্ছেন। ভিন্ন লুক আর গেটআপে দর্শকের সামনে হাজির হবেন। ছবির চরিত্রের জন্য শাকিবের চেহারা এতটাই পাল্টে ফেলতে হবে যে, দ্রুত এই ছবির শুটিং শেষ করতে হবে। তা না হলে অন্য ছবিতে তার অভিনয় করা কঠিন হয়ে পড়বে।’ এমনটি জানালেন নির্মাতা মালেক আফসারী। এই নির্মাতা শাকিব-বুবলীকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘টাইগার’ শিরোনামের একটি ছবি। তবে এই নাম পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি। শাকিব খান ও ইকবালের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই ছবির গল্প হবে মূলত লাভ-অ্যাকশন ধাঁচের। গল্প, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতা জানান, শাকিব খানের চরিত্রটি হবে একজন কুরিয়ার বয়ের। যে কিনা একজন সাধারণ ছেলে থেকে ঘটনাচক্রে অসাধারণ হয়ে ওঠে। ব্যস, এ পর্যন্তই। এর বেশি আর কিছু জানাতে রাজি নন নির্মাতা।